
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে বাংলাদেশি বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার নির্দেশকে স্বাগত জানিয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের এই সিদ্ধান্তকে ‘হিন্দুদের বিজয়’ বলে অভিহিত করেছেন দলটির নেতারা।শনিবার (৩ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। বিসিসিআইকে ধন্যবাদ জানিয়ে বিজেপি নেতা সঙ্গীত সোম বলেন, “এটা পুরো জাতির হিন্দুদের বিজয়। ভারতের ১০০ কোটি সনাতনীর পক্ষ থেকে এই সিদ্ধান্তের জন্য বিসিসিআইকে ধন্যবাদ।”তিনি আরও বলেন, “গতকাল আমরা বিষয়টিতে মনোযোগ দেওয়ার কথা বলেছিলাম। কারণ ১০০ কোটি মানুষের মতামতকে হালকা করে দেখার সুযোগ নেই।”এর আগে বিসিসিআইয়ের সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া জানান, দেশজুড়ে সৃষ্ট সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে কেকেআরকে মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে তিনি বলেন, মুস্তাফিজকে বাদ দেওয়ার পর কেকেআর চাইলে বিকল্প হিসেবে অন্য কোনো খেলোয়াড়কে দলে নেওয়ার অনুমোদন দেবে বিসিসিআই।টাইমস অব ইন্ডিয়া জানায়, বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর সাম্প্রতিক হামলার অভিযোগের প্রেক্ষাপটে কেকেআরের মালিক শাহরুখ খানের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছিলেন বিভিন্ন হিন্দু ধর্মীয় নেতা। গত মাসে আইপিএল নিলামে মুস্তাফিজকে ৯ দশমিক ২ কোটি রুপিতে দলে ভেড়ানোয় সমালোচনা করেন ধর্মীয় নেতা দেবকিনান্দন ঠাকুর। তিনি অভিযোগ করেন, বাংলাদেশে হিন্দুদের ওপর নৃশংসতা চলছে এবং এমন পরিস্থিতিতে বাংলাদেশি ক্রিকেটার দলে নেওয়া অনুচিত।এছাড়া অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের ইমাম উমর আহমেদ ইলিয়াসিও কেকেআর স্কোয়াডে বাংলাদেশি খেলোয়াড় অন্তর্ভুক্তির ঘটনায় শাহরুখ খানের কাছে ব্যাখ্যা ও ক্ষমা চাওয়ার দাবি জানান। শিব সেনা নেতা সঞ্জয় নিরুপমও মুস্তাফিজকে দল থেকে বাদ দেওয়ার আহ্বান জানান।অন্যদিকে, কংগ্রেস নেতা সুপ্রিয়া শ্রিনাথ বলেন, আইপিএলের নিলামে বাংলাদেশি খেলোয়াড়কে অন্তর্ভুক্তির অনুমোদন কে দিয়েছেন, তা আগে খতিয়ে দেখা উচিত।প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর কয়েকটি সহিংস ঘটনার পরই এ নিয়ে ভারতে রাজনৈতিক ও ধর্মীয় মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। এসব ঘটনায় বাংলাদেশ ও ভারতের বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় নেতা এবং সংখ্যালঘু সম্প্রদায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।