
বাংলাদেশ সিভিল সার্ভিসের তিনজন সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট)কে চাকরিচ্যুত করেছে সরকার। বুধবার (১৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। তারা বুনিয়াদি প্রশিক্ষণরত ছিলেন।
চাকরিচ্যুত কর্মকর্তারা হলেন- অনুপ কুমার বিশ্বাস (বগুড়া), নবমিতা সরকার (পিরোজপুর), কাজী আরিফুর রহমান (ফরিদপুর)।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১-এর বিধি ৬(২)(এ) অনুযায়ী তাদের সরকারি চাকরি থেকে অপসারণ করা হয়েছে। একই সঙ্গে চাকরির মেয়াদে সরকারের কোনো আর্থিক পাওনা থাকলে তা ‘পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্ট, ১৯১৩’ অনুসারে আদায় করা হবে।
জানা গেছে, বুধবারই তিন কর্মকর্তার বুনিয়াদি প্রশিক্ষণ শেষ হয়। প্রশিক্ষণ সমাপ্তির দিনই তাদের চাকরিচ্যুতির প্রজ্ঞাপন জারি করা হলো। তবে কোন কারণে তাদের চাকরি থেকে অপসারণ করা হয়েছে, তা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি।