
ডেস্ক রিপোর্টঃ
ঢাকার বাড্ডা এলাকায় ৩.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হওয়ার মাত্র এক সেকেন্ড পর নরসিংদীতে আরও একটি ৪.৩ মাত্রার ভূমিকম্প হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় পর পর দুই স্থানে এই ভূকম্পন অনুভূত হয়। বিষয়টি আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “সন্ধ্যায় দুটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। প্রথমটি ৩.৭ মাত্রার, যা বাড্ডা এলাকায় অনুভূত হয়েছে। ঠিক এক সেকেন্ড পর আরেকটি ৪.৩ মাত্রার ভূমিকম্প হয় নরসিংদীতে।”
এ কর্মকর্তা জানান, নরসিংদীতে সংঘটিত ভূমিকম্পটির উৎসস্থল ও টেকটনিক তথ্য এখনো পাওয়া যায়নি। প্রাথমিকভাবে শুধু নরসিংদী অঞ্চলকেই উৎস হিসাবে শনাক্ত করা হয়েছে।
এর আগে আজ সকাল ১০টা ৩৬ মিনিটেও নরসিংদীর পলাশ উপজেলায় ৩.৩ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়।
তারও আগে, শুক্রবার (২১ নভেম্বর) নরসিংদীর মাধবদীকে কেন্দ্র করে ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। এতে দেশজুড়ে কমপক্ষে ১০ জনের প্রাণহানির খবর পাওয়া যায়।
দেশে টানা ভূমিকম্পে জনমনে উদ্বেগ বাড়ছে; বিশেষজ্ঞরা সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন।