
ডেস্ক রিপোর্টঃ
কোনো ক্ষয়ক্ষতি নেই, কেন্দ্র বিয়ানীবাজারে—নিশ্চিত করলেন গবেষক পলাশ সিলেট মধ্যরাতে টানা দুই দফা ভূমিকম্পে কেঁপে ওঠে। মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে অনুভূত এই কম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মাঝে।
প্রথম ভূমিকম্পটি রেকর্ড হয় রাত ২টা ২০ মিনিট ৩১ সেকেন্ডে, আর দ্বিতীয়টি ঘটে ২টা ২৫ মিনিট ১৪ সেকেন্ডে।
কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ সামাজিক যোগাযোগমাধ্যমে ভোরে জানান, দুটি ভূমিকম্পের কেন্দ্রই ছিল সিলেটের বিয়ানীবাজার উপজেলা।
প্রথম ভূমিকম্প: ৩.৫ রিখটার স্কেল, গভীরতা ২০ কিমি
দ্বিতীয় ভূমিকম্প: ৩.৩ রিখটার স্কেল, গভীরতা ৩০ কিমি
পলাশ আরও জানান, ভারতের ভূমিকম্প পর্যবেক্ষণ দফতরও তাদের তথ্যের মাধ্যমে নিশ্চিত করেছে যে, উভয় ভূকম্পনের উৎপত্তিস্থল সিলেট জেলাতেই।
হঠাৎ পরপর দুটি কম্পনে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিলেও এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ভূতাত্ত্বিকরা বলছেন, এ ধরনের মাঝারি মাত্রার ভূমিকম্প দক্ষিণ এশিয়ার ভূ-তাত্ত্বিক গতিশীলতার অংশ হলেও সিলেট ভূমিকম্পপ্রবণ এলাকা হওয়ায় ভবিষ্যৎ ঝুঁকি মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।