
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন। তার অবস্থাকে খুবই গুরুতর বলে জানিয়েছেন জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মোশকাত আহমেদ।
চিকিৎসক জানান, ওসমান হাদীর মাথায় গুলি লেগেছে এবং তিনি বর্তমানে কোমায় আছেন।
শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরের কালভার্ট এলাকায় মোটরসাইকেলে আসা অস্ত্রধারীরা তাকে লক্ষ্য করে গুলি করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দুপুর ২টা ৩৫ মিনিটে ঢামেক হাসপাতালে নিয়ে যান।