
ডেস্ক রিপোর্ট:
ঢাকা, ১৫ ডিসেম্বর — আগামী জাতীয় নির্বাচন একটি ঐতিহাসিক নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।
সোমবার রাজধানীর গুলশানে আয়োজিত ‘ইউথ ভোটার’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সিইসি বলেন, তরুণরা নিজেরা ভোট দেবেন এবং অন্যদের ভোটদানে উৎসাহিত করবেন। কারণ তরুণরা সাহস ও সৃষ্টির প্রতীক। তাদের ছাড়া দেশ গড়া সম্ভব নয়। তিনি আশ্বাস দিয়ে বলেন, আগামী নির্বাচন হবে সুষ্ঠু, সুন্দর ও স্বচ্ছ—এবং তরুণদের অংশগ্রহণেই এবারের ভোট অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, ১৯৬৯, ১৯৭০, ১৯৭১, ১৯৯০ ও ২০২৪—প্রতিটি গুরুত্বপূর্ণ সময়ে তরুণরা নেতৃত্ব দিয়েছে। তাদের সৃষ্টিশীলতা, জ্ঞানভিত্তিক ধারণা ও শক্তি ছাড়া দেশের অগ্রগতি সম্ভব নয়।
সাংবাদিকদের উদ্দেশে সিইসি বলেন, কেন এই নির্বাচন ঐতিহাসিক—তার অন্যতম কারণ হলো পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা, যা গত ৫৪ বছরে হয়নি। পাশাপাশি, নির্বাচনী কাজে নিয়োজিত ব্যক্তিরা, কারাবন্দি এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীরাও এবার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। একই সঙ্গে গণভোটের আয়োজনও করা হচ্ছে।
নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই জানিয়ে তিনি বলেন, ইনশাল্লাহ নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সক্ষম।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা উল্লেখ করে সিইসি বলেন, এর সঙ্গে নির্বাচনের কোনো প্রভাব নেই। তিনি আরও বলেন, দেশের বর্তমান পরিস্থিতি ২০২৪ সালের তুলনায় অনেক ভালো; মানুষ এখন শান্তিতে ঘুমাতে পারছে।