সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে শুনানিতে হাতাহাতি ও মারামারিতে জড়ালেন বিএনপি ও ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি) নেতাকর্মীরা।
রবিবার (২৪ আগস্ট) দুপুর ১২টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের উপস্থিতিতে এই শুনানি শুরু হয়। ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসন নিয়ে শুনানি চলাকালে দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক থেকে সংঘর্ষে রূপ নেয়। এ সময় এনসিপির তিন নেতা প্রকৌশলী আমিনুল হক চৌধুরী, মুস্তফা সুমন ও আতাউল্লাহ আহত হওয়ার অভিযোগ ওঠে।
আমিনুল হক চৌধুরী বলেন, “রুমিন ফারহানার লোকজন আমাদের আক্রমণ করেছে। আমরা কেবল দাবি জানাতে এসেছিলাম, অথচ সিইসির সামনেই আমাদের পেটানো হয়েছে।”
অন্যদিকে বিএনপির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা দাবি করেন, “প্রথমে এনসিপির লোকজন আমাদের ধাক্কা দেয়। আমার অনুসারীরা তারই প্রতিবাদ করেছে। তারা এনসিপি-জামায়াত ছিল, নাকি গুন্ডা-মাস্তান—সেটা আমরা জানি না।”
শুনানির সময় নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ দুই পক্ষকে থামানোর চেষ্টা করেও ব্যর্থ হন।