বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে একটি চুক্তি এবং পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। রবিবার রাজধানীর একটি হোটেলে বৈঠক শেষে এগুলোতে স্বাক্ষর করেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
চুক্তির আওতায় সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীরা ভিসা ছাড় পাবেন। সমঝোতা স্মারকগুলোর মধ্যে রয়েছে—
এতে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন, বাণিজ্য বৃদ্ধি এবং সাংস্কৃতিক ও গবেষণামূলক সহযোগিতা নতুন গতি পাবে বলে আশা প্রকাশ করা হয়েছে।