
বাংলাদেশে সাম্প্রদায়িক নির্যাতনের অভিযোগ নাকচ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রভিত্তিক প্ল্যাটফর্ম জেটিও-তে ব্রিটিশ-আমেরিকান সাংবাদিক মেহেদী হাসানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
ড. ইউনূস অভিযোগগুলোকে ‘ভুল তথ্য’ বলে আখ্যা দিয়ে বলেন,
“বর্তমানে ভারতের বিশেষত্বগুলোর একটি হলো ভুয়া খবর।”
২০২৪ সালে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলাপের কথাও তুলে ধরেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন,
“আমি মোদির সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন, তারা শেখ হাসিনাকে রাখতে চান। আমি শুধু বলেছি, খেয়াল রাখবেন যেন তিনি বাংলাদেশের মানুষ নিয়ে কিছু না বলেন।”
ড. ইউনূস জানান, ভারত এখনও আশা করছে শেখ হাসিনা পূর্ণ গৌরবে বিজয়ী নেত্রী হিসেবে বাংলাদেশে ফিরবেন।
সাক্ষাৎকারে নির্বাচনের সময় নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন,
“কেউ এখনই নির্বাচন চায়, আবার কেউ চায় অন্তর্বর্তী সরকার আরও পাঁচ বছর থাকুক। আমাদের তিনটি প্রধান দায়িত্ব—সংস্কার, বিচার ও নির্বাচন। সংস্কার ও বিচার সময়সাপেক্ষ, তাই নির্বাচন আয়োজন করতে ১৮ মাস লাগছে।”
তিনি স্পষ্ট করেন,
“আমরা শুধু নির্বাচন করতে আসিনি। আমাদের লক্ষ্য ফ্যাসিবাদের শিকড় উপড়ে ফেলা, যাতে আর কেউ গণতন্ত্রের নামে ক্ষমতা কুক্ষিগত করতে না পারে।”
অস্থায়ী সরকারের বড় সিদ্ধান্ত নেওয়া প্রসঙ্গে সাংবাদিকের প্রশ্নে ড. ইউনূস বলেন,
“আমরা তিনটি কাজ করব বলেছি। সেটা শেষ করেই সরে যাব। নির্বাচিত সরকারই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তবে এখন যে কাঠামোগত পরিবর্তন জরুরি, সেটা আমাদেরই করতে হবে।”