
শাহজাদপুর থেকে নাজমুল হক:
শাহজাদপুর (সিরাজগঞ্জ) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। নামমাত্র ৫০ শয্যার সরকারি হাসপাতাল। কিন্তু বাস্তবতা হল-- হাসপাতালটি এখন গুরুতর জনবল ও সরঞ্জাম সঙ্কটে নড়বড়ে হয়ে পড়েছে। ১৬ জন চিকিত্সক থাকার কথা। সেখানে আছেন মাত্র ৪জন। ফলে প্রতিদিন হাসপাতালে আগত রোগীর চাপ সামলাতে গিয়ে চিকিত্সা সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
হাসপাতালে বহির্বিভাগে সকাল থেকে রোগীদের দীর্ঘ লাইন। একজন চিকিত্সককে কখনও কখনও একাই সমালাতে হচ্ছে বহির্বিভাগ, জরুরি বিভাগ ও হাসপাতালে ভর্তি রোগীদের।
এই হাসপাতালের এক্সরে ও আলট্রাসনোগ্রাম মেশিনটি দীর্ঘ দিন ধরে অকেজো । এতে প্রসূতি নারীরা চরম ভোগান্তির শিকার হচ্ছে। মেশিনগুলো মেরামত বা নতুন মেশিনের উদ্যোগ নেই।
হাসপাতাল কর্তৃপক্ষ জানান, তাঁরা বারবার উপরমহলে চাহিদা পাঠালেও জনবল ও যন্ত্রপাতি পাচছেন না।
তাছাড়া এই হাসপাতালটির অবস্থান উপজেলা সদর হতে চার কিলোমিটার দূরে পশ্চিমে। পোতাজিয়া নামক স্থানে। যা অল্প সময়ে পৌছানো যায় না। শাহজাদপুর পূর্ব চর এলাকার রোগীদের এই হাসপাতালের সেবা পেতে হলে তিন চার ঘন্টা সময় নষ্ট করতে হয় । এই সময়ে সিরাজগঞ্জ সদরে পৌছা যায় ।
সরকার স্বাস্থ্যখাতে নজর বাড়ালেও মাঠ পর্যায়ে অনেক হাসপাতালেরই এমন করুন অবস্থা । শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তারই প্রতিচ্ছবি । মানুষের মৌলিক অধিকার চিকিত্সা--এটা নিশ্চিত করতে এই হাসপাতালের অবস্থা উন্নয়ন আজ সময়ের দাবি ।