
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর)। ১৯৬৫ সালের এই দিনে জন্মগ্রহণ করেন তিনি। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র।
শৈশবে তারেক রহমানকে ভর্তি করা হয় ঢাকার সেনানিবাসের শাহীন হাই স্কুল অ্যান্ড কলেজে, যা তখন সেনা সদস্যদের সন্তানদের জন্য পরিচালিত একটি ইংরেজি মাধ্যম স্কুল ছিল। তিনি এসএসসি, এইচএসসি, অনার্স ও মাস্টার্স—সব পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। পরবর্তীতে তার প্রিয় বিষয় আন্তর্জাতিক সম্পর্ক (আইআর) বিভাগে উচ্চশিক্ষা সম্পন্ন করেন।
১৯৮৮ সালে বগুড়ার গাবতলী উপজেলায় বিএনপির প্রাথমিক সদস্য পদ গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে প্রবেশ করেন তারেক রহমান। পরে ১৯৯৩ সালে তিনি বগুড়া জেলা বিএনপির সদস্য হন। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে দলের পক্ষে জনমত গঠনে সক্রিয় ভূমিকা রাখেন তিনি।
দলের জাতীয় প্রচারণা কৌশল কমিটিতে থেকে তিনি তার মা খালেদা জিয়ার পাঁচটি আসনের নির্বাচনী প্রচারণা পরিচালনা করেন। পাঁচ আসনেই খালেদা জিয়ার বিপুল জয় তারেক রহমানের সংগঠক হিসেবে দক্ষতা ও ভবিষ্যৎ নেতৃত্বের সম্ভাবনা আরও দৃঢ় করে তোলে।
এদিকে জন্মদিন উপলক্ষে ঢাকাসহ দেশব্যাপী কোনো ধরনের কেক কাটা, পোস্টার, ব্যানার লাগানো বা উৎসবমূলক অনুষ্ঠান না করার নির্দেশ দিয়েছে বিএনপি। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, যারা ব্যক্তিগতভাবে অনুষ্ঠান আয়োজনের কথা ভাবছেন, তারা বরং সেই খরচ মানবিক কাজে দান করার পরামর্শ পেয়েছেন।