
ডেস্ক রিপোর্ট-
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা দিতে চীনের পাঁচ সদস্যের একটি মেডিকেল টিম ঢাকায় পৌঁছেছে। সোমবার (১ ডিসেম্বর) বিকেলে তারা রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এসে পৌঁছান।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. আল মামুন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, “চীনের প্রাথমিক মেডিকেল টিম এভারকেয়ারে এসেছে। তাদের মূল্যায়নের পর মূল চিকিৎসক দল মঙ্গলবার (২ ডিসেম্বর) ঢাকায় পৌঁছাবে।”
এভারকেয়ার হাসপাতালের মেডিকেল বোর্ডের মতে, খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার কারণে আন্তর্জাতিক বিশেষজ্ঞ পরামর্শ নেওয়া প্রয়োজন হয়ে পড়েছে।
এর আগে দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, দেশি–বিদেশি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। তিনি বলেন, “চেয়ারপারসন অত্যন্ত অসুস্থ। দেশবাসীর কাছে তাঁর দ্রুত আরোগ্যের জন্য দোয়া চাইছি।”
উল্লেখ্য, গত চার দিন ধরে বেগম খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি আছেন।