
ডেস্ক রিপোর্টঃ
দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর এই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে এবং তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করতে বিএনপি ঘোষণা করেছে এক ব্যতিক্রমী ডিজিটাল কর্মসূচি— ‘আমার ভাবনায় বাংলাদেশ: জাতীয় রিল মেকিং প্রতিযোগিতা’।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে গুলশানে বিএনপির নতুন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন।
১৬ ডিসেম্বর থেকে শুরু হয়ে ২৫ ডিসেম্বর পর্যন্ত চলবে। সেরা ১০ জন বিজয়ী তারেক রহমানের সাথে সরাসরি একান্ত আলাপের সুযোগ পাবেন।
নির্ধারিত থিম: ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য, কর্মসংস্থান, শিক্ষা, পরিবেশ, পছন্দের দেশ ভাবনা, ক্রীড়া, ইমাম-মুয়াজ্জিনের সম্মান, প্রবাসী এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ।
অংশগ্রহণের নিয়মাবলী (৬টি ধাপ):
১. থিম নির্বাচন: ১১টি নির্ধারিত থিমের মধ্যে যেকোনো একটি বেছে নিতে হবে। ২. ভিডিও তৈরি: ১ মিনিট দৈর্ঘ্যের রিল তৈরি করতে হবে (বক্তব্য, স্যাটায়ার, গান বা অভিনয়)। ৩. প্ল্যাটফর্ম: ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম বা টিকটক—যেকোনো মাধ্যমে অংশ নেওয়া যাবে। ৪. পোস্ট: রিলটি নিজের ব্যক্তিগত প্রোফাইল বা পেজ থেকে পোস্ট করতে হবে। ৫. হ্যাশট্যাগ: ক্যাপশনে অবশ্যই #BangladeshFirst ব্যবহার করতে হবে। ৬. লিংক সাবমিট: রিলের লিংকটি বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজের ‘আমার ভাবনায় বাংলাদেশ’ ইভেন্টে পোস্ট করতে হবে।
বিজয়ীদের নির্বাচনে ৩০ শতাংশ নম্বর থাকবে জনমতের (লাইক-শেয়ার) ভিত্তিতে এবং বাকি ৭০ শতাংশ নম্বর প্রদান করবে বিশেষজ্ঞ জুরি বোর্ড।
গুলশানের নতুন এই কার্যালয় সম্পর্কে মাহাদী আমিন জানান, এটি বিএনপির একটি নিয়মিত অফিস হিসেবে ব্যবহৃত হবে। ভবিষ্যৎ নির্বাচনী যাবতীয় কার্যক্রমও এখান থেকেই পরিচালিত হবে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইসমাইল জবিউল্লাহ, ড. জিয়াউদ্দিন হায়দার এবং মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।