
ডেস্ক রিপোর্টঃ
শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করতে তার সমাধিস্থলে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ উপলক্ষে সকাল থেকেই শাহবাগ এলাকায় জমায়েত হয়েছেন ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। স্লোগানে মুখর শাহবাগের পরিবেশে উৎসাহ-উচ্ছ্বাসে দেখা যায় তাদের।
শনিবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে শাহবাগ এলাকায় এমন দৃশ্য লক্ষ্য করা যায়। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা সোহেল রহমান বলেন, “আমাদের নেতা আজ শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করতে আসছেন। আমরা তাকে স্বাগত জানাতে প্রস্তুত।”
এদিকে একই উপলক্ষে ইনকিলাব মঞ্চ শাহবাগ মোড় থেকে তাদের অবস্থান স্থানান্তর করে আজিজ সুপারমার্কেটের সামনে গেছে। শনিবার ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় জানানো হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কবর জিয়ারত কর্মসূচির কারণে তারা সাময়িকভাবে শাহবাগ মোড় ছেড়ে আজিজ সুপারমার্কেটের কাছে অবস্থান নিয়েছে।
বার্তায় আরও জানানো হয়, ঠিক দুপুর ১২টায় পুনরায় শাহবাগ মোড়ে শহীদ হাদি চত্বরে অবস্থান কর্মসূচি পালন করা হবে। বিচার দাবিতে সারাদেশের জনতাকে ওই কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানানো হয় সংগঠনের পক্ষ থেকে।