
সব ঠিক থাকলে আগামী মাসের শেষ দিকে মাঠে গড়াবে দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এবারের আসরে প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে নতুন দল রাজশাহী স্টার্স, যদিও ফ্র্যাঞ্চাইজিটি খেলবে রাজশাহী ওয়ারিয়র্স নামে।
রাজশাহীর মালিকানা পেয়েছে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান নাবিল গ্রুপ, যারা আগামী পাঁচ মৌসুমের জন্য বিপিএলে অংশগ্রহণের অনুমতি পেয়েছে। দল পরিচালনায় তারা শুরু থেকেই পরিকল্পিতভাবে এগোচ্ছে।
রাজশাহীর নতুন ফ্র্যাঞ্চাইজি ইতোমধ্যে বড় এক পদক্ষেপ নিয়েছে—দলে ভিড়িয়েছে তরুণ ওপেনার হাসান তামিমকে। বিসিবির একটি সূত্র জানিয়েছে, রাজশাহী ফ্র্যাঞ্চাইজি এবং তামিমের মধ্যে আলোচনায় সফল হয়েছে উভয় পক্ষ।
এর আগে গত মৌসুমে ঢাকা ক্যাপিটালসের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখান তামিম। তিনি করেছিলেন ৪৮৫ রান, যার মধ্যে ছিল ৪টি ফিফটি ও ১টি সেঞ্চুরি। এবারে রাজশাহীর জার্সিতে তার নতুন দায়িত্ব—দলের ইনিংসের সূচনা করা এবং শুরুতেই আগ্রাসী ব্যাটিংয়ে ছন্দ এনে দেওয়া।
মালিকানা পাওয়ার পরই রাজশাহী দল ঘোষণা করেছে তাদের কোচিং প্যানেল। আগামীর চ্যালেঞ্জ মাথায় রেখে তারা প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে সাবেক জাতীয় দলের ব্যাটার হান্নান সরকারকে।
তিনি ইতোমধ্যে দল গঠনের কাজ শুরু করেছেন। স্থানীয় খেলোয়াড়দের পাশাপাশি বিদেশি তারকাদের সঙ্গে যোগাযোগ চলছে বলেও জানা গেছে।
বিপিএলের আসন্ন মৌসুমে তিন বিদেশির নিয়ম থাকতে পারে—এমন ইঙ্গিত দিয়েছে বিসিবির একটি সূত্র। এই নিয়ম মাথায় রেখে রাজশাহী ওয়ারিয়র্স ইতোমধ্যে বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটারের সঙ্গে প্রাথমিক আলোচনা শুরু করেছে।
সবশেষ খবর অনুযায়ী, তারা পাকিস্তানের ওপেনার শাহিবজাদা ফারহানকে দলে ভেড়ানোর বিষয়ে প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।
এবারের বিপিএলের খেলোয়াড় ড্রাফট অনুষ্ঠিত হতে পারে ১৭ নভেম্বর। রাজশাহী ওয়ারিয়র্স এরই মধ্যে স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ক্রিকেটারদের তালিকা তৈরি করছে।
দলের এক কর্মকর্তা জানিয়েছেন— রাজশাহী আবারও বিপিএলে ফিরছে নতুনভাবে, নতুন উদ্যমে। আমাদের লক্ষ্য তরুণ ও অভিজ্ঞদের সমন্বয়ে একটি ভারসাম্যপূর্ণ দল তৈরি করা।”
ফিরে আসছে রাজশাহী ক্রিকেটের জৌলুস এক দশক আগে বিপিএলে রাজশাহী প্রতিনিধিত্ব করেছিল রাজশাহী কিংস ও রাজশাহী রয়্যালস নামে। এরপর দীর্ঘ বিরতি। এবার নতুন নামে, নতুন উদ্যোমে আবারও মাঠে নামছে রাজশাহী ওয়ারিয়র্স।
ভক্তরা আশাবাদী—হান্নান সরকারের নেতৃত্বে এবং হাসান তামিমের ব্যাটে রাজশাহী আবারও বিপিএলে আলো ছড়াবে।