
প্রথমবারের মতো মেজর লিগ সকার (এমএলএস) কাপ প্লে-অফের কনফারেন্স সেমিফাইনালে জায়গা করে নিয়েছে লিওনেল মেসির দল ইন্টার মায়ামি।
‘বেস্ট অব থ্রি সিরিজ’-এর নির্ধারক তৃতীয় ম্যাচে নাশভিলকে ৪ু০ গোলে বিধ্বস্ত করেছে মায়ামি। জোড়া গোল ও এক অ্যাসিস্টে উজ্জ্বল ছিলেন আর্জেন্টাইন সুপারস্টার মেসি।
নির্ধারক ম্যাচে মেসির জাদু
চেজ স্টেডিয়ামে ম্যাচের মাত্র ১০ মিনিটেই এগিয়ে যায় ইন্টার মায়ামি। নাশভিলের কোরকোরানের ভুল পাস কুড়িয়ে নিয়ে একক প্রচেষ্টায় চার ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ ফিনিশে গোল করেন মেসি।
৩৯তম মিনিটে জর্দি আলবার ক্রস থেকে সিলভেত্তির পাস পেয়ে বক্সের বাইরে থেকে শট নিয়ে দ্বিতীয় গোলটিও করেন মেসি। ফলে প্রথমার্ধ শেষ হয় ২ু০ ব্যবধানে।
আলেন্দের জোড়া, মেসির রেকর্ড
দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করেন আলেন্দে। ৭৩ মিনিটে আলবার ক্রসে প্রথম গোল করার পর, মাত্র দুই মিনিট পর মেসির চিপ করা নিখুঁত বল থেকে দুর্দান্ত ফিনিশে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে পাঠান জালে।
এটি ছিল মেসির পেশাদার ক্যারিয়ারের ৪০০তম অ্যাসিস্ট—যা বিশ্ব ফুটবলে এক অনন্য মাইলফলক।
সেমিফাইনালের পথে মায়ামি
তিন ম্যাচের এই সিরিজে প্রথমটি জিতেছিল মায়ামি, দ্বিতীয়টি নাশভিল। ফলে আজকের ম্যাচ ছিল টিকে থাকার লড়াই। শেষ পর্যন্ত নাশভিলকে বিদায় করে মেসির দল এখন মুখোমুখি হবে কনফারেন্স সেমিফাইনালে এফসি সিনসিনাটির।
গত মৌসুমে সাপোর্টার্স শিল্ড জিতলেও প্লে-অফের প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছিল মায়ামি। এবার সেই বাধা পেরিয়ে সেমিফাইনালে উঠে তারা ফাইনালের স্বপ্নে চোখ রাখছে।
কনফারেন্স সেমিফাইনালের ম্যাচ হবে ২২ বা ২৩ নভেম্বর।