
গোলের বন্যায় ভাসিয়ে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে জার্মানি। সোমবার (১৭ নভেম্বর) রাতে লাইপজিগের রেড বুল অ্যারেনায় বাছাইপর্বের ম্যাচে স্লোভাকিয়াকে ৬-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে স্বাগতিকরা।
ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে জার্মানি। ১২তম মিনিটে নিক ভল্টামাডা দলের হয়ে প্রথম গোলটি করে এগিয়ে নেন। কিছুক্ষণ পর ব্যবধান দ্বিগুণ করেন সের্গে জিনাব্রি। এরপর লেরয় সানের জোড়া গোল প্রথমার্ধেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। বিরতির আগে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় জার্মান দল।
দ্বিতীয়ার্ধেও থামেনি জার্মানদের আক্রমণ। স্কোরলাইনে নিজের নাম লেখান বাকু, আর শেষ দিকে গোল করেন আসান ওয়েদরেগো। ছয় গোলের দাপট দেখিয়ে দাপটেই ম্যাচ শেষ করে স্বাগতিকরা।
টানা দুই পরাজয়ে উয়েফা নেশন্স লিগের ফাইনালস থেকে ছিটকে যাওয়ার পর সেপ্টেম্বরে বাছাইপর্বের প্রথম ম্যাচেই স্লোভাকিয়ার কাছে হেরে চাপে পড়ে যায় জার্মানি। তবে এরপরই দুর্দান্ত ঘুরে দাঁড়ায় তারা। পরের চার ম্যাচে তিনটি ক্লিন শিটের পাশাপাশি জালে জড়িয়ে দেয় ১০ গোল, হজম করে মাত্র একটি।
শেষ ম্যাচে এসে সেরাটা উজাড় করে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল জার্মানি। ছয় ম্যাচে পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে 'এ’ গ্রুপের শীর্ষে থেকে বাছাই শেষ করেছে তারা। ১২ পয়েন্ট নিয়ে রানার্সআপ হিসেবে প্লে-অফে খেলবে স্লোভাকিয়া।