
টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারির মুকুট এখন তাইজুল ইসলামের মাথায়। আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টে ইতিহাস গড়ার পর দেশজুড়ে শুভেচ্ছাুবার্তা পাচ্ছেন তিনি। তবে তার মধ্যে সাকিব আল হাসানের বার্তাটি তাইজুলের জন্য সবচেয়ে বিশেষ—কারণ, যাঁকে টপকে এই রেকর্ড, সেই সাকিবই তাকে জানালেন অভিনন্দন ও ভবিষ্যদ্বাণী করলেন ৪০০ টেস্ট উইকেটের।
গত শুক্রবার টেস্টে সর্বোচ্চ ২৪৬ উইকেটের মালিক ছিলেন সাকিব। সেই রেকর্ড ভেঙে দিয়েছেন তাইজুল। প্রথম ইনিংসে সাকিবকে ছুঁয়ে ফেলেন, আর দ্বিতীয় ইনিংসে অ্যান্ডি বলবার্নিকে এলবিডব্লু করে উঠে যান এক নম্বরে। শনিবার আরও দুটি উইকেট যোগ করে তাইজুলের ঝুলিতে এখন ২৪৯টি উইকেট। মাত্র আরও একটি উইকেট পেলেই হবে আড়াই শ'র মাইলফলক।
ফেসবুকে তাইজুলকে উদ্দেশ্য করে সাকিব লিখেছেন,
অভিনন্দন তাইজুল। আমি মনে করি, ক্যারিয়ার শেষে তোমার নামের পাশে ৪০০ উইকেট থাকবে। শুভকামনা।”
২০১৩ সালে মোহাম্মদ রফিককে পেছনে ফেলে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছিলেন সাকিব। টানা ১২ বছর তাঁর রেকর্ড অটুট ছিল। বর্তমান স্কোয়াডে দুই শ উইকেটের কাছাকাছি আর কেউ নেই—তাই তাইজুলের রাজত্ব দীর্ঘদিনই চলবে বলে ধারণা ক্রিকেটবিশেষজ্ঞদের।
তাইজুলের এই অর্জনে শুভেচ্ছা জানিয়েছেন সতীর্থরা—
মুশফিকুর রহিম লিখেছেন,
টেস্টে দেশের সর্বোচ্চ উইকেট…অভিনন্দন তাইজুল। আরও আসছে, ইনশা আল্লাহ।”
টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত লিখেছেন,
কী দারুণ ঐতিহাসিক অর্জন! আপনি সব সময় দলের জন্য নীরবে সর্বোচ্চটা দিয়েছেন। আমরা আপনার জন্য গর্বিত।”
টিুটোয়েন্টি অধিনায়ক লিটন দাসও সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন অভিনন্দন।
মুশফিকের শততম টেস্টে তাইজুলের এমন রেকর্ড অর্জন বাংলাদেশ দলের জন্যও হয়ে উঠেছে বিশেষ মুহূর্ত।