
এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইপর্বে দুর্দান্ত ছন্দে রয়েছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে তিমুর লিসতেকে ৫-০ গোলে হারানোর পর এবার ব্রুনাই দারুসসালামকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে লাল-সবুজের কিশোররা। সোমবার ‘এ’ গ্রুপের ম্যাচে এই বড় জয় অর্জন করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল।
ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বাংলাদেশ। প্রথমার্ধে গোলের খাতা খুলতে সময় লাগেনি। ম্যাচের ১৩ মিনিটে ফরোয়ার্ড মো. অপু রহমানের গোলে লিড নেয় বাংলাদেশ। ২৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মো. রিফাত কাজী। এরপর ৩৬ মিনিটে নাজমুল হুদা ফয়সাল এবং ৩৭ মিনিটে মো. মানিক জালের গোলে প্রথমার্ধে ৪-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।
বিরতির পরও আক্রমণের ধার কমায়নি কিশোররা। ৫০ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোলটি করেন অপু রহমান। ৭৪ মিনিটে রিফাত কাজীও জোড়া গোল পূর্ণ করেন। ম্যাচের শেষদিকে ৭৬ মিনিটে মো. আরিফ এবং ৭৯ মিনিটে বায়জিদ বোস্তামী গোল করলে স্কোরবোর্ডে দাঁড়ায় ৮-০, যা নিশ্চিত করে বড় জয়।
দুই ম্যাচ শেষে শতভাগ জয়ে গ্রুপ পর্বে শক্ত অবস্থানে আছে বাংলাদেশ। আগামী বুধবার তারা নিজেদের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে। অন্য ম্যাচে ব্রুনাই খেলবে স্বাগতিক চীনের বিপক্ষে।