
চ্যাম্পিয়নস লিগের অন্যতম বহুল প্রতীক্ষিত ম্যাচ আজ রাত ২টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইংলিশ ক্লাব চেলসি মুখোমুখি হবে স্পেনের জায়ান্ট বার্সেলোনার। স্ট্যামফোর্ড ব্রিজে আয়োজিত এই ম্যাচকে ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ তুঙ্গে।
দীর্ঘ সাত বছর পর দুই দল আবারও চ্যাম্পিয়নস লিগের মঞ্চে মুখোমুখি হচ্ছে। ২০১৮ সালের সেই স্মরণীয় ম্যাচে লিওনেল মেসি শততম গোলের রেকর্ড স্পর্শ করেছিলেন। সময়ের সঙ্গে দুই দলের স্কোয়াড ও স্ট্র্যাটেজিতে এসেছে পরিবর্তন। বার্সা-মেসির আলাদা পথচলা এবং চেলসির নতুন শক্তিশালী পুনর্গঠন এবার ম্যাচটিকে আরও বহুমাত্রিক করে তুলেছে।
পয়েন্ট টেবিলে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা
এ মৌসুমে চার ম্যাচে সাত পয়েন্ট নিয়ে ১১ নম্বরে অবস্থান করছে বার্সেলোনা। অন্যদিকে চেলসি সাম্প্রতিক ফর্মে উজ্জ্বল। নক আউটে সরাসরি কোয়ালিফাই করতে হলে দুই দলের জন্যই আজকের ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দুই কোচের মন্তব্য
বার্সার কোচ হ্যান্সি ফ্লিক বলেন,
ুচেলসি বিশ্বের অন্যতম সেরা ক্লাব। তাদের তরুণ খেলোয়াড়রা খুবই প্রতিভাবান। চ্যাম্পিয়নস লিগে কোনো ম্যাচই সহজ নয়। দারুণ লড়াই হবে।”
চেলসির কোচ এঞ্জো মারেস্কা জানান,
ুএই সপ্তাহ আমাদের জন্য কঠিন। বার্সেলোনা ও এরপর আর্সেনাল—দুইটাই বড় চ্যালেঞ্জ। তবে আমাদের দলে গেম চেঞ্জার আছে। ভালো ফলেই মাঠ ছাড়তে চাই।”
ইনজুরির দুশ্চিন্তা
চেলসির গুরুত্বপূর্ণ মিডফিল্ডার কোয়েল পামার চোটের কারণে অনুপস্থিত থাকবেন। তবে অধিনায়ক রিস জেমস ও ডিফেন্ডার ওয়েসলি ফোফানার ফিটনেস দলে স্বস্তি ফিরিয়েছে।
বার্সেলোনার পেদ্রি ও গাভি ইনজুরির কারণে দলে নেই, পাশাপাশি গোলরক্ষক টের স্টেগানও ছুটিতে থাকায় দল কিছুটা দুর্বল অবস্থায় মাঠে নামবে।
স্ট্যামফোর্ড ব্রিজে বার্সার পুরোনো স্মৃতি
স্ট্যামফোর্ড ব্রিজে বার্সেলোনার শেষ জয় ১৯ বছর আগে। এরপর চারবার চেষ্টা করেও তারা চেলসির মাঠ থেকে জয় তুলতে পারেনি। ফলে আজকের ম্যাচ বার্সার জন্য ইতিহাস বদলানোর সুযোগ।
আরও যেসব ম্যাচ
ম্যানচেস্টার সিটি মুখোমুখি হবে লেভারকুসেনের
নাপোলি মাঠে নামবে বোদো/কারবাগের বিপক্ষে
একই সময়ে ডর্টমুন্ডুভিয়ারিয়াল ও মার্সেইুনিউক্যাসেল ম্যাচ
রাত পৌনে ১২টায় আয়াক্স আতিথ্য দেবে বেনফিকাকে
চ্যাম্পিয়নস লিগের আজকের ম্যাচসমূহ ফুটবলবিশ্বের উত্তেজনা আরও বাড়াবে। বিশেষ করে চেলসিুবার্সেলোনা মহারণই আজকের রাতের প্রধান আকর্ষণ।