
ঢাকার বসুন্ধরা কিংস অ্যারেনা (জাতীয় ফুটবল স্টেডিয়াম) আজ সন্ধ্যা ৭টায় সাক্ষী হতে যাচ্ছে ঐতিহাসিক এক ম্যাচের। AFB লাতিন-বাংলা সুপার কাপ ২০২৫-এর উদ্বোধনী ম্যাচে স্বাগতিক বাংলাদেশের ‘রেড গ্রিন ফিউচার স্টার’ দল মুখোমুখি হবে ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব সাও বার্নার্ডো FC-এর অনূর্ধ্ব-২০ দলের।
তিন দলের এই ইনভিটেশনাল টুর্নামেন্টে অপর দলটি আর্জেন্টিনার অ্যাটলেটিকো চার্লোন। আয়োজক AFB বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেড (AFBPIL) ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (BFF) যৌথভাবে এই আসরের আয়োজন করছে।
ম্যাচ শুরুর আগে স্টেডিয়ামের বাইরে টিকিট কাউন্টারে ভক্তদের উপচে পড়া ভিড়। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় ৭০ হাজার দর্শকের সমাগম হতে পারে।
বাংলাদেশ দলের কোচ মাহবুব হোসেন খান সাংবাদিকদের বলেন,
“এটা আমাদের ছেলেদের জন্য স্বপ্নের মতো সুযোগ। ব্রাজিলের যুব দলের বিপক্ষে খেলে তারা অনেক কিছু শিখবে। আমরা জয়ের জন্যই মাঠে নামব।”
অন্যদিকে, ব্রাজিলিয়ান কোচ জোসে মার্কোস বলেছেন,
“বাংলাদেশের সমর্থকদের উন্মাদনা দেখে আমরাও উজ্জীবিত। এটা হবে সাম্বা আর বাংলার আবেগের লড়াই।”
ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস, গাজী টিভি ও ফেসবুক-ইউটিউবে Bangladesh Football Live পেজ।
পরবর্তী ম্যাচ:
৮ ডিসেম্বর – বাংলাদেশ বনাম আর্জেন্টিনা
১১ ডিসেম্বর – ব্রাজিল বনাম আর্জেন্টিনা (বিশেষ অতিথি: কাফু ও ক্যানিগিয়া)
আজ সন্ধ্যা ৭টায় শুরু হবে লাতিন আমেরিকা আর বাংলার ফুটবল-মহররত!