
ফুটবল কিংবদন্তি লিওনেল মেসির ভারত সফরের প্রথম দিনটি কলকাতায় শুরু হয়েছিল উন্মাদনায়, কিন্তু শেষ হয়েছে বিশৃঙ্খলায়। ‘GOAT India Tour 2025’-এর অংশ হিসেবে যুবভারতী ক্রীড়াঙ্গন (সল্ট লেক স্টেডিয়াম)-এ মেসির সংক্ষিপ্ত উপস্থিতি দেখে হতাশ হয়ে পড়েন হাজার হাজার ভক্ত। মাত্র ২০-৩০ মিনিটের মধ্যে মেসি চলে যাওয়ার পর স্টেডিয়ামে শুরু হয় হাঙ্গামা।
সকাল ১১:৩০ নাগাদ স্টেডিয়ামে পৌঁছান মেসি। তাঁকে ঘিরে ধরেন রাজনৈতিক নেতা, প্রাক্তন ফুটবলার, কোচ এবং আয়োজক কমিটির সদস্যরা। ফলে গ্যালারিতে বসা ভক্তদের বেশিরভাগই তাঁকে স্পষ্টভাবে দেখতে পাননি। টিকিটের দাম ছিল ৪,০০০ থেকে ১২,০০০ টাকার মধ্যে—এত টাকা খরচ করে এমন হতাশাজনক অভিজ্ঞতা পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন দর্শকরা।

মেসি চলে যাওয়ার পরপরই গ্যালারি থেকে বোতল, চেয়ার ছুড়ে মারা শুরু হয়। কেউ কেউ ব্যারিকেড ভেঙে মাঠে নেমে আসেন। অস্থায়ী তাঁবু, ব্যানার, হোর্ডিং ভাঙচুর করা হয়। কয়েকটি জায়গায় চেয়ারে আগুন ধরিয়ে দেওয়া হয়। পুলিশ এবং র্যাফ নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয়।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনায় গভীরভাবে ব্যথিত হয়ে বিবৃতি দিয়েছেন। তিনি বলেন, “আজ সল্ট লেক স্টেডিয়ামে যে অব্যবস্থাপনা দেখা গেছে, তাতে আমি গভীরভাবে ব্যথিত ও শকড। মেসির জন্য ক্ষমা চাইছি। তদন্ত কমিটি গঠন করা হবে।”
এর আগে মেসি ভার্চুয়ালি লেক টাউনে তাঁর ৭০ ফুটের মূর্তি উদ্বোধন করেন এবং হোটেলে শাহরুখ খানের সঙ্গে দেখা করেন। কিন্তু স্টেডিয়ামের ঘটনায় সব উচ্ছ্বাস ম্লান হয়ে যায়। মেসি এখন হায়দরাবাদের উদ্দেশে রওনা দিয়েছেন, যেখানে তাঁর পরবর্তী অনুষ্ঠান।
এই ঘটনা মেসির ভারত সফরের শুরুটাকে প্রশ্নচিহ্নের মুখে ফেলে দিয়েছে। ভক্তরা আশা করছেন, বাকি শহরগুলোতে (হায়দরাবাদ, মুম্বই, দিল্লি) এমন অপ্রীতিকর ঘটনা না ঘটে।