
ডেস্ক রিপোর্টঃ
বয়স যে কেবলই একটি সংখ্যা—তা আরও একবার প্রমাণ করলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা আনহেল ডি মারিয়া। ৩৭ বছর বয়সেও মাঠে নিজের জাদু ধরে রেখে এক দশক পর ফের আর্জেন্টিনার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন তিনি।
সোমবার রাতে অনুষ্ঠিত এক জমকালো অনুষ্ঠানে আর্জেন্টিনার ক্রীড়া সাংবাদিকদের ভোটে ২০২৫ সালের সেরা ফুটবলারের স্বীকৃতি পান ডি মারিয়া। এই দৌড়ে তিনি পেছনে ফেলেছেন জাতীয় দলের সতীর্থ লাউতারো মার্তিনেস ও লেয়ান্দ্রো পারদেসকে।
এটি ডি মারিয়ার ক্যারিয়ারের দ্বিতীয়বার আর্জেন্টিনার বর্ষসেরা ফুটবলারের খেতাব জয়। এর আগে ২০১৪ সালে রিয়াল মাদ্রিদের জার্সিতে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে প্রথমবার এই সম্মান অর্জন করেছিলেন তিনি। দীর্ঘ ১০ বছর পর আবারও একই স্বীকৃতি পাওয়া তার ধারাবাহিকতা ও অদম্য মানসিক শক্তিরই প্রমাণ।
গত বছর ঘরোয়া ফুটবলেও স্মরণীয় সময় কাটিয়েছেন ডি মারিয়া। শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালের হয়ে ১৬ ম্যাচে ৭ গোল করার পাশাপাশি দলকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই অভিজ্ঞ উইঙ্গার।
উল্লেখ্য, গত বছর আর্জেন্টিনার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস। তবে এই পুরস্কারে সর্বোচ্চ ১৬ বার জিতে রেকর্ডটি এখনও লিওনেল মেসির দখলে রয়েছে।
অভিজ্ঞতা আর নৈপুণ্যের অনন্য সমন্বয়ে ডি মারিয়া আবারও প্রমাণ করলেন—বয়স বাড়লেও মাঠের জাদু এখনো তাঁর পায়ের সঙ্গে অটুট।