
নিউজিল্যান্ডের হয়ে ১৭টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন ৩৪ বছর বয়সী ব্যাটসম্যান টম ব্রুস, এবার স্কটল্যান্ডের জার্সিতে খেলার সিদ্ধান্ত নিয়েছেন। চলতি মাসের শেষ দিকে বিশ্বকাপ লিগ-২ (বাছাইপর্ব) এর কানাডা লেগে স্কটল্যান্ডের হয়ে অভিষেক হবে তার।
ব্রুসের স্কটিশ যোগ্যতা তার এডিনবরায় জন্ম নেওয়া বাবার কারণে। ২০১৬ সালে স্কটল্যান্ড ডেভেলপমেন্ট দলে খেলার পর তিনি নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে অংশ নেন। ২০১৭-২০২০ সালের মধ্যে নিউজিল্যান্ড জাতীয় দলের হয়ে ১৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।
ব্রুস বলেন, “আমার পরিবারের সঙ্গে দীর্ঘ স্কটিশ ইতিহাস রয়েছে। স্কটল্যান্ডকে বিশ্ব মঞ্চে প্রতিনিধিত্ব করতে পারায় আমি গর্বিত। আমি চাই আমার দক্ষতা দলের সাফল্যে কাজে লাগুক এবং বিশ্বকাপে পৌঁছাতে সাহায্য করুক।”
স্কটল্যান্ডের হেড কোচ ডাগ ওয়াটসন বলেছেন, “টম শুধু বিশ্বমানের ক্রিকেটারই নয়, অভিজ্ঞতাও সঙ্গে আনছে। সে দলের জন্য মাঠে ও মাঠের বাইরে বড় অবদান রাখবে।”
ব্রুস প্রথম সবার নজরে আসে ২০১৫-১৬ সুপার স্ম্যাশে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের হয়ে ১৪০.২৫ স্ট্রাইক রেটে ২২৩ রান করে। যদিও আন্তর্জাতিক ক্রিকেটে তেমন সফল হয়নি, ১৭ ইনিংসে তার সংগ্রহ ২৭৯ রান এবং দুটি অর্ধশতক।