
সাফ অনূর্ধ্ব-১৭ নারী টুর্নামেন্টে জয় দিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। স্বাগতিক ভুটানকে ৩-১ গোলে হারিয়েছে লাল-সবুজের মেয়েরা। দলের হয়ে একটি গোল করেন সুরভী আকন্দ প্রীতি এবং জোড়া গোল করেন আলপী আক্তার।
প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। বিরতির ঠিক আগে ভুটানিজ গোলরক্ষকের ভুলে সুরভী আকন্দ প্রীতির গায়ে লেগে বল জালে ঢোকে। খানিকটা সৌভাগ্যজড়িত সেই গোলেই লিড নেয় বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয় দল। ম্যাচের ৫৩ মিনিটে বক্সের বাইরে থেকে আলপী আক্তারের দুর্দান্ত শটে ব্যবধান দ্বিগুণ হয় (২-০)। কিছুক্ষণ পর ভুটান একটি গোল শোধ করলে খেলায় উত্তেজনা ফেরে। তবে ৬৪ মিনিটে কর্নার থেকে আলপী আক্তারের আরেকটি গোল বাংলাদেশের জয় নিশ্চিত করে (৩-১)।
শেষ সময়ে আরও কয়েকটি গোলের সুযোগ পেলেও ভুটানের ডিফেন্ডাররা গোললাইন সেভে দলকে রক্ষা করে।
উল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশের সিনিয়র নারী দল এশিয়া কাপ নিশ্চিত করেছে, অনূর্ধ্ব-২০ দল সাফ চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি এশিয়া কাপেও জায়গা করে নিয়েছে। এবার অনূর্ধ্ব-১৭ মেয়েরাও সাফ শিরোপার মিশনে দুর্দান্ত শুরু করল স্বাগতিকদের হারিয়ে।