
মান্দায় স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধন ব্লাড ফাউন্ডেশনের ৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও মিলনমেলার আয়োজন করা হয়েছে। আজ শনিবার দুপুরে মান্দা উপজেলার তুড়ুকগ্রাম দাখিল মাদ্রাসা মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বন্ধন ব্লাড ফাউন্ডেশনের সকল সদস্য উপস্থিত থেকে সংগঠনের কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। সংগঠনের সদস্যরা গত ৫ বছরে ২৩২৭ ব্যাগ রক্ত দান করেছে বলে জানায়।
রক্তদান ছাড়াও সংগঠনটি সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে থাকে। বিভিন্ন প্রতিষ্ঠানের সহায়তায় স্বাস্থ্য সেবা ক্যাম্প, চক্ষু শিবির,গরিব মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, জরুরী রোগিদের হসপিটালে নেওয়া, এলাকার রাস্তাঘাট মেরামত সহ উন্নয়ন মুলক কাজ করছে।
বক্তারা বলেন, মানবিক সেবায় বন্ধন ব্লাড ফাউন্ডেশন গত পাঁচ বছরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে এবং আগামীতেও এ কার্যক্রম আরও জোরদার করা হবে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোঃ আফাজ উদ্দিন সরদার। সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আবু তালেব সরদার, আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোঃ রইচ উদ্দিন সরদার, সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ জাহাঙ্গীর আলম, সভাপতি মেহেদী হাসান সহ সকল সদস্য বৃন্দ। এছাড়াও সংগঠনের অন্যান্য সদস্যরা বক্তব্য প্রদান করেন।