পাঁচ দফা দাবিতে সারা দেশের ন্যায় নওগাঁয় ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী।
মঙ্গলবার বেলা ১০ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শহরের মুক্তির মোড়ে সড়কের এক পাশে দাঁড়িয়ে এ কর্মসূচি পালন করেন দলটির নেতা-কর্মীরা।
জামায়াতের দাবিগুলোর মধ্যে রয়েছে—
১. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারীতে নির্বাচন আয়োজন করতে হবে।
২. আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করতে হবে।
৩. অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।
৪. ফ্যাসিস্ট সরকারের সব জুলুম ও গণহত্যা, দুর্নীতির বিচার দৃশ্যমান করা।
৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
মানববন্ধনে দলটির জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতারা বক্তব্য দেন। তারা বলেন, বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, তাই জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে গণভোট আয়োজনের দাবি জানান।
মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা জামায়াতে ইসলামীর আমির খন্দকার মুহাম্মদ আবদুর রাকিব। মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি আ স ম সায়েম সহ দলটির উপজেলা নেত্রীবৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


