ডেস্ক রিপোর্টঃ
নওগাঁর রাণীনগরে অব্যাহতি দেওয়া বেদারুল ইসলাম নামের এক বিএনপি নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। দলের শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা ও দলের ক্ষতি সাধনের অপচেষ্টার অভিযোগে তাঁকে বহিষ্কার করা হয়।
বুধবার (০৩ডিসেম্বর) জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপনের দলীয় প্যাডে স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বিষয়টি জানা যায়।
সাময়িক বহিস্কৃত বেদারুল ইসলাম উপজেলার ২নং কাশিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন। বহিস্কৃত চিঠিতে তাঁকে সাবেক সভাপতি হিসেবে উল্লেখ করা হয়।
বহিষ্কারের বিষয়টি এদিন সন্ধ্যা ৭টায় মুঠোফোনে এই প্রতিবেদককে নিশ্চিত করেছেন রাণীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন।
সাময়িক বহিষ্কারাদেশে বলা হয় দলের শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা ও দলের ক্ষতি সাধনের অপচেষ্টায় নওগাঁ জেলা বিএনপির সিদ্ধান্ত মোতাবেক আপনার দলীয় পদ মর্যাদা হইতে দল থেকে সাময়িক বহিষ্কার করা হলো। অদ্য হতে আপনাকে দলীয় সকল কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য এবং দলের সকল নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের আপনার সঙ্গে দলীয় কোনো প্রকার যোগাযোগ না রাখার জন্য নির্দেশ প্রদান করা হলো।
সাধারণ সম্পাদক মোসারব হোসেন বলেন, তারেক জিয়া সম্পর্কে ফেসবুকে মানহানিকর পোস্ট করেছিল। সেই কারণে দল থেকে তাঁকে বহিষ্কার করেছে জেলা বিএনপি। এর আগে বেদারুল তার ফেসবুকে উপজেলা বিএনপির নেতাদের নিয়ে ফেসবুকে মিথ্যে পোস্ট করায় তাকে ৭২ ঘন্টা সময় দেওয়া হয়েছিল। জবাব দিতে না পারায় তাঁকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
অপরদিকে বারবার ফোন করেও মন্তব্য পাওয়া যায়নি সদ্য বহিস্কৃত বিএনপি নেতা বেদারুল ইসলামের।
এর আগে গত ১৯ জুলাই ফেসবুকে চাঁদাবাজির পোস্ট দিয়ে দলের ভাবমূর্তি ক্ষুন্ন ও হেয় প্রতিপন্ন করার অভিযোগে রানীনগর উপজেলা বিএনপির পক্ষ থেকে বেদারুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। পরবর্তীতে ২৪ জুলাই এক প্রেস বিজ্ঞপ্তিতে দলীয় পদ থেকে তাঁকে অব্যাহতি দেয় উপজেলা বিএনপি। ইউনিয়ন বিএনপির সভাপতি হয়ে উপজেলা নেতাদের বিরুদ্ধে মিথ্যে পোস্ট করায় দলের ভাবমূর্তি ভীষণ ভাবে ক্ষুন্ন ও সাংগঠনিক নিয়ম ভঙ্গ করায় ২নং কাশিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতির পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়। একই বিজ্ঞপ্তিতে ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদকে ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে দায়িত্ব প্রদান করা হয় রাণীনগর উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের স্বাক্ষরিত দলীয় প্যাডের ওই প্রেস বিজ্ঞতিতে।
উল্লেখ, গত ১৭ ও ১৮ জুলাই Bedarul Islam নামের এক আইডি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রাণীনগর উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলী ও সাধারণ সম্পাদক মোশারব এবং আরও এক নেতার নাম উল্লেখ করে চাঁদাবাজির দুটি পোস্ট করেন। এছাড়া আরও অনেক কিছু উল্লেখ করা হয় Bedarul Islam নামের ওই আইডি থেকে।


