ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ক্লিন ইমেজের নেতাদের নির্বাচনি প্রস্তুতি নিতে হাই কমান্ড থেকে গ্রীন সিগন্যাল দেয়া শুরু হয়েছে। দেশের বিভিন্ন জেলার ন্যায় নওগাঁ জেলায়ও বিএনপির হাই কমান্ড থেকে গ্রীন সিগন্যাল দেয়া শুরু করেছে। বিভিন্ন সূত্র থেকে গ্রীন সিগন্যাল দেয়ার বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করেছে দৈনিক বরেন্দ্রকণ্ঠ।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপি’র জেলা পর্যায়ের এক নেতাকে গ্রীন সিগন্যাল কিভাবে দেয়া হচ্ছে এমন প্রশ্ন করলে তিনি জানান, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজে দেশের বিভিন্ন আসনের সম্ভাব্য প্রার্থীদের ফোন দিয়ে সংসদীয় এলকার দলীয় খোঁজ খবর নিচ্ছেন এবং ভালো ভাবে দলীয় কাজ করার নির্দেশনা দিচ্ছেন। এটাকেই বিএনপির নেতা কর্মীরা গ্রীন সিগন্যাল বলছেন।
নওগাঁ- ৬ আসনে কে গ্রীন সিগন্যাল পেয়েছেন এমন প্রশ্ন করা হয়েছিল রাণীনগর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোসারব হোসেনকে, উত্তরে তিনি জানান আত্রাই উপজেলা বিএনপির সভাপতি, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক এস.এস রেজাউল ইসলাম রেজু ভাইকে দলের সর্বোচ্চ হাই কমান্ড থেকে ফোন দেয়া হয়েছিল। ফোন দিয়ে তিনি এলাকার দলীয় খোঁজ খবর নেন এবং দলীয় কার্যক্রমের দিক নির্দেশনা প্রদান করেন। এখন পর্যন্ত নওগাঁ-৬ আসনে অন্য কাউকে এভাবে ফোন করা হয়নি। অতএব রেজু ভাই গ্রীন সিগন্যাল পেয়েছেন এটা নিশ্চিত ভাবে বলা যায়।
এ ব্যাপারে আত্রাই উপজেলা বিএনপির সভাপতি, নওগাঁ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক ও ২০২০ সালের উপনির্বাচনে ধানের শীষের প্রতীকের নওগাঁ -৬ আসনের প্রার্থী এস.এম রেজাউল ইসলাম রেজুকে জানান, দলের সর্বোচ্চ পর্যায় থেকে আমাকে ফোন করা হয়েছিল। তিনি দলীয় খোঁজ খবর নিয়েছেন এবং বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন। ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে অনেক গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন । এটা গ্রীন সিগন্যাল কিনা আমি বলতে পারব না।


