শহর থেকে গ্রাম—সবখানেই বাড়ছে এডিস মশাবাহী ডেঙ্গুর সংক্রমণ। প্রতিরোধে কার্যকর উদ্যোগের অভাবে হাসপাতালে বাড়ছে রোগীর চাপ ও মৃত্যুর সংখ্যা।
শহর-নগরের পাশাপাশি গ্রাম-গঞ্জেও ছড়িয়ে পড়ছে এডিস মশাবাহী ডেঙ্গু জ্বরের প্রকোপ। ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় উদ্যোগ নিতে ব্যর্থ হওয়ায় দিন দিন বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এর সঙ্গে তাল মিলিয়ে হাসপাতালগুলোতেও বাড়ছে রোগীর চাপ।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সর্বশেষ প্রতিবেদনে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৮৩ জন ডেঙ্গু রোগী। একই সময়ে মারা গেছেন আরও ৬ জন।
বিভাগভিত্তিক হিসেবে দেখা যায়, বরিশালে ১৪১ জন, চট্টগ্রামে ১১১ জন, ঢাকার সিটি করপোরেশনের বাইরে ১৭১ জন, ঢাকা উত্তর সিটিতে ২২৭ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৩৩ জন, খুলনায় ৬২ জন, ময়মনসিংহে ৪১ জন, রাজশাহীতে ৭৮ জন, রংপুরে ১২ জন এবং সিলেটে ৭ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
গত এক দিনে সারাদেশে ৯৭০ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু থেকে মোট সুস্থ হয়েছেন ৬৩ হাজার ৪১৪ জন।
এ বছর জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট ৬৬ হাজার ৪২৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ২৬৯ জন।
ডেঙ্গুর বিস্তার ঠেকাতে শহর ও গ্রামের সর্বস্তরে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বিশেষজ্ঞরা বলছেন, সময়মতো মশা নিধন ও জনসচেতনতা বাড়ানো ছাড়া এ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়।


