 
নওগাঁর মান্দা উপজেলায় বন্ধন ব্লাড ফাউন্ডেশন ও জনস্বাস্থ্য কেন্দ্রের যৌথ উদ্যোগে ব্র্যাক ব্যাংকের পৃষ্ঠপোষকতায় একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার তুড়ুকগ্রামস্থ বন্ধন ব্লাড ফাউন্ডেশন অফিসে এ ক্যাম্পে অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে রোগীদের চিকিৎসা প্রদান করেন ডাঃ রিফাত বিনতে জান্নাত। প্রত্যন্ত অঞ্চলের মানুষের জনস্বাস্থ্য সেবা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বন্ধন ব্লাড ফাউন্ডেশনের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম বলেন, “আমরা জনস্বাস্থ্য নিয়ে প্রত্যন্ত অঞ্চলে মানুষকে সাহায্য করার চেষ্টা করছি। রক্তদানের পাশাপাশি এলাকার বিভিন্ন স্থানে ব্লাড গ্রুপিং, চক্ষু শিবির ও ফ্রি মেডিকেল ক্যাম্প করে থাকি। ব্র্যাক ব্যাংক আমাদের পাশে দাঁড়িয়েছে। সকলের সহযোগিতা পেলে আমরা মানুষের সেবায় আরও কাজ করতে পারবো।”
এ ধরনের ক্যাম্প স্থানীয়দের স্বাস্থ্যসেবা প্রাপ্তিতে সহায়ক ভূমিকা পালন করছে বলে মত প্রকাশ করেছেন উপকারভোগীরা। ক্যাম্পে অর্ধশতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন।



 
									 
					