ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানায় নেওয়ার সময় পুলিশের কাছ থেকে যুবলীগ নেতা গাজী বোরহান উদ্দিনকে ছিনিয়ে নিয়েছেন তার স্বজন ও সমর্থকেরা। হত্যাসহ একাধিক মামলার আসামি বোরহান অরুয়াইল ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক বলে জানা গেছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার অরুয়াইল বাজারে পুলিশ ক্যাম্পের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, গত বছরের ৫ আগস্টের পর থেকে একাধিক মামলার আসামি বোরহান উদ্দিনকে মঙ্গলবার বিকেল ৫টার দিকে অরুয়াইল পুলিশ ক্যাম্পের সদস্যরা গ্রেপ্তার করেন। তাকে ক্যাম্পে নেওয়ার পর বোরহানের ভাই গাজী গিয়াস উদ্দিনসহ দেড় থেকে দুই শতাধিক সমর্থক সেখানে জড়ো হন এবং তাকে ছেড়ে দিতে পুলিশকে চাপ দেন।
পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুলিশ বোরহানকে নিয়ে দুটি সিএনজি অটোরিকশায় সরাইল থানার উদ্দেশ্যে রওনা দেয়। পথে অরুয়াইল ফাঁড়ির কাছে হামলার ঘটনা ঘটে, এক পর্যায়ে সমর্থকেরা পুলিশের কাছ থেকে বোরহান উদ্দিনকে ছিনিয়ে নিয়ে যান।
এ বিষয়ে অরুয়াইল পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) টিপু সুলতান বলেন, ুবোরহান উদ্দিনকে আমরা গ্রেপ্তার করেছি।” তবে তিনি এখন পুলিশের হেফাজতে আছেন কিনা জানতে চাইলে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, আমরা ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত পরে জানানো হবে।”


