চলমান অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে জয় পেয়েছে আর্জেন্টিনা। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দোহায় অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ ম্যাচে তিউনিসিয়াকে ১-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে দিয়েগো প্লাসেন্তের দল।
দোহায় মোহাম্মদ ঘানিম স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭ দল। প্রথমার্ধে একের পর এক আক্রমণ করলেও তিউনিসিয়ার গোলরক্ষক স্লিম বুয়াসকার অসাধারণ সেভে দলকে রক্ষা করেন।
আর্জেন্টিনার থমাস ডে মার্টিস দারুণ একটি চিপ শটে গোলের সুযোগ তৈরি করলেও বল পোস্টে লেগে ফিরে আসে। ফলে গোলশূন্যভাবেই শেষ হয় প্রথমার্ধ।
তবে দ্বিতীয়ার্ধে আর ব্যর্থ হয়নি আলবিসেলেস্তে কিশোররা। ম্যাচের ৬৬তম মিনিটে ডে মার্টিসের দ্রুত পাস পেয়ে মাঝমাঠ থেকে শুরু করা দৌড়ে ফাকুন্ডো জাইনিকোস্কি নিচু শটে জালের দেখা পান। এই গোলেই আসে ম্যাচের একমাত্র ব্যবধান।
শেষ দিকে গোল শোধের চেষ্টা করেও সফল হতে পারেনি তিউনিসিয়া। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে জয় নিশ্চিত হয় আর্জেন্টিনার।
এই জয়ের ফলে গ্রুপ ‘ডি’ থেকে ৬ পয়েন্ট নিয়ে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। গ্রুপের শেষ ম্যাচে আগামী রোববার (৯ নভেম্বর) ফিজির বিপক্ষে মাঠে নামবে তারা।


