ডেস্ক রিপোর্টঃ
সাজানো-গোছানো পরিচ্ছন্ন শহর। যেখানে মানুষের বসবাস, কাজ, চলাফেরা ও বিনোদনের জন্য আধুনিক সব সুযোগ-সুবিধা রয়েছে। এটি শুধু আধুনিক অবকাঠামো নয়, বরং পরিবেশবান্ধব ও দূষণমুক্ত শহর।
নওগাঁ বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ আয়োজিত বিজ্ঞান মেলায় এমন একটি আদর্শ শহর প্রকল্প তুলে ধরেন বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মুকাররমা ফাইজা, রাইসা, আয়শা ও ঋদ্ধি সাহা। তারা স্টলে দাঁড়িয়ে দর্শনার্থীদের তাদের আদর্শ শহরের খুঁটিনাটি বোঝাচ্ছিল। তাদের বানানো আদর্শ শহর দেখতে ভিড় করেন অনেকেই।
আয়োজকদের সূত্রে জানা গেছে, এ মেলায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের ৬২টি স্টল রয়েছে। শিক্ষার্থীরা তাদের উদ্ভাবন নিয়ে চারটি গ্রুপে (বিভাগে) এই মেলায় অংশ নিয়েছে। ‘এ’ গ্রুপে অংশ নিয়েছে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি; ‘বি’ গ্রপে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি; ‘সি’ গ্রুপে নবম-দশম শ্রেণি এবং ‘ডি’ গ্রুপে একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা আছে। দিনব্যাপী এ মেলায় স্টল মূল্যায়নের মাধ্যমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্টলকে বিশেষ পুরস্কার দেওয়া হয়। এ ছাড়া প্রত্যেক অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সনদ দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদুল হক, জেলা তথ্য অফিসের উপপরিচালক আবু সালেহ মো মাসুদুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা শাহাদাৎ হোসেন, নওগাঁ বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ শরিফুর রহমান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল আউয়াল বলেন, একটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ৬২টি উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনী উপস্থাপন অভাবনীয় ব্যাপার। ই আয়োজনের মধ্য দিয়ে অভিনব প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিভা বিকশিত হবে এবং বিজ্ঞানমনস্ক জাতি গঠনে অসামান্য ভূমিকা রাখবে। আজকের খুদে শিক্ষার্থীরা বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গঠনের মাধ্যমে নতুন নতুন কর্মক্ষেত্র তৈরি করবে।


