পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ
‘সুস্বাস্থ্য ও কল্যাণের জন্য আমরা’ স্লোগানকে সামনে রেখে নওগাঁ পত্নীতলায় ভোরের ডাক ব্যায়ম সংগঠনের ১০ বছর পূর্তিতে মিনি ম্যারাথন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৬টায় ভোরের ডাক ব্যায়াম সংগঠনের উদ্যোগে নজিপুর বাসস্ট্যান্ড গোলচত্বর থেকে মাতাজিহাট পর্যন্ত ১০.৫ কিলোমিটার রাস্তায় এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলিমুজ্জামান মিলনের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) মো. জুয়েল মিয়া।
সংগঠনের সভাপতি আলহাজ্ব ইমরান হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম খালিদ সাইফুল্লাহ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশিষ কুমার দেবনাথ. উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজ আল মামুন, রাইগাঁ কলেজের সবুজের ফেরিওয়ালা খ্যাত অধ্যক্ষ আরিফুর রহমান, জাতীয় মহিলা সংস্থার সমন্বয়কারী আমিনুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল পত্নীতলা উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি সাজেদুর রহমান দুলাল, ভোরের ডাক ব্যায়াম সংগঠনের ফিজিক্যাল ইন্সট্রাক্টর ও মাটিন্দর বিএম কলেজের অধ্যক্ষ বিমল কুমার বর্মন, দিয়ে হাঙ্গার প্রজেক্ট এর এলাকা সমন্বয়কারী আসির উদ্দীন, ফিল্ড কো-অর্ডিনেটর হেলাল উদ্দিন প্রমুখ।
সুস্থ থাকার নিমিত্তে সকলকে সকাল সকাল ব্যায়াম এবং হাটার কোন বিকল্প নেই বলে অভিমত ব্যক্ত করেন। এছাড়াও উপজেলা পর্যায়ে ম্যারাথন আয়োজনের মতো এরকম দুঃসাহসিক সিদ্ধান্ত নেওয়ার জন্য ভোরের ডাক ব্যায়াম সংগঠনকে সাধুবাদ জানান। নজিপুর বাসস্ট্যান্ড হতে মাতাজিহাট পর্যন্ত ১০.৫ কিলোমিটার এলাকা জুড়ে ম্যারাথনে নজিপুর নতুনহাট এর কৃতি ফুটবলার নান্টু রহমান চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রাণবন্ত এই ম্যারাথনে কেরসিন গ্রামের তরুণ রোকনুজ্জামান প্রথম রানারআপ, নজিপুর নতুনহাটের তানভীর হোসেন দ্বিতীয় রানার আপ, উপজেলার বেলঘডরিয়া গ্রামের হাবিবুর রহমান চতুর্থ জাহিদ হাসান পঞ্চম, নজিপুর মাদ্রাসা পড়ার পবিত্র ষষ্ঠ, সর্ব কনিষ্ঠ দৌড়বিদ হাসিন আহমেদ সপ্তম, নজিপুর সরদার পাড়ার কামরুল হাসান অস্টম এবং ভাবিচা গ্রামের ইমরান হোসেন নবম স্থান অধিকার করে।
ম্যারাথন শেষে বাসস্ট্যান্ড মসজিদের সামনে পুরস্কার বিতরণ করা হয়। বিজয়ীদের ট্রফি, ক্রেস্ট এবং বই প্রদান করা হয়েছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা প্রতিবছর এরকম ম্যারাথন আয়োজনের আকাঙ্ক্ষা ব্যক্ত করেন এবং ভোরের ডাক ব্যায়াম সংগঠনকে উদ্যোগী ভূমিকা রাখার উদাত্ত আহ্বান জানান।প্রথমবার উপজেলা পর্যায়ের এরকম ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করায় সবাই খুশি।


