ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপি ও তার অঙ্গ সংগঠনের পক্ষ থেকে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকালে থানা বিএনপির দলীয় কার্যালয় অনুষ্ঠিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদ।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি মো. শহিদুর রহমান সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. হানজালা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. আনারুল ইসলাম মন্ডল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শামীম কবির মিল্টন, উমার ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আবু বক্কর, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম লিটন, জেলা মহিলা দলের সহ-সভাপতি মাজেদা বেগম, পৌর মহিলা দলনেত্রী শাহীনা ইয়াসমিন, ছাত্রদল নেতা রুমন প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন ওলামা দলের সভাপতি মাওলানা মো. নুরুজ্জামান।


