মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মান্দা আসনের এমপি প্রার্থী খন্দকার আব্দুর রাকিবের সাথে ইলেকট্রনিকস এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ (নভেম্বর) সন্ধ্যা ৬ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলা শাখার সভা কক্ষে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার আমীর এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মান্দা আসনের এমপি প্রার্থী খন্দকার আব্দুর রাকিব।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা কর্ম পরিষদ সদস্য এবং আগামী উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাওলানা মোস্তফা আল আমিন, উপজেলা আমীর মাওলানা আমিনুল ইসলাম, সেক্রেটারি, মোয়াজ্জেম হোসেন, সহকারী সেক্রেটারি, ইলিয়াস খান, সহকারী সেক্রেটারি, রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা, আব্দুর রাকিব, যুব বিভাগ সভাপতি আব্দুল মালেক, শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মাহবুব মিঠু, বায়তুলমাল সম্পাদক, মোয়াজ্জেম হোসেন, অফিস সম্পাদক হাফেজ আইনাল হক, মান্দা ইউনিয়নের চেয়ারম্যান ডাঃ তোফাজ্জল হোসেন, ওলামা সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম প্রমূখ।
এসময় মান্দা উপজেলায় কর্মরত ৫ টি প্রেস ক্লাবের মধ্যে বক্তব্য রাখেন, প্রেস ক্লাব মান্দার উপদেষ্টা দেশ টিভি, সমকাল, নওগাঁ জেলা প্রতিনিধি কাজী কামাল হোসেন, প্রেস ক্লাব মান্দার সভাপতি খন্দকার আব্দুর রহিম, সহ-সভাপতি মোঃ রওশন আলম, সাধারণ সম্পাদক এনটিভি অনলাইন প্রতিনিধি সুলতান আহমেদ, সাংগঠনিক সম্পাদক ওয়াশিম রাজু, মান্দা প্রেস ক্লাবের সাবেক সভাপতি নজরুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বুলবুল আহমেদ, মফস্বল সাংবাদিক ইউনিয়ন মান্দা শাখার সাধারণ সম্পাদক ফজলুল করিম সবুজ, আইডিয়াল প্রেস ক্লাবের সভাপতি রেজাউল ইসলাম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন সাংবাদিকগণ জাতির জাগ্রত বিবেক। সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তিনি সকলকে আহবান জানান। তিনি বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে সাংবাদিকদের উন্নয়নে কাজ করা হবে। তিনি সকলকে মান্দা তথা নওগাঁর উন্নয়নে সকলকে ঐক্যভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানান।


