সাগর মিয়া, রংপুরঃ
রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানায় বিশেষ অভিযান পরিচালনা করে ধুমেরকুঠি (ভিতরকুঠি) এলাকায় একটি মুদি দোকানের চালার ভেতরে চলমান জুয়ার আসর থেকে পাঁচজনকে হাতে–নাতে গ্রেফতার করেছে পুলিশ।
গত শনিবার গভীর রাত ১২টা ৪৫ মিনিটে ডি.সি. ক্রাইমের নির্দেশনায় এবং অফিসার ইনচার্জ হারাগাছ থানা-এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ মাহাবুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় এএসআই ফয়সাল বাদশা ও অন্যান্য ফোর্স এ অভিযান পরিচালনা করেন।
৩০ নভেম্বর রাত সোয়া ১১টার দিকে বিশেষ অভিযানে থাকা পুলিশ সদস্যরা জয়বাংলা বাজার এলাকায় অবস্থানকালে স্থানীয় সূত্রে জানতে পারেন যে মোঃ রফিকুল ইসলামের মুদি দোকানের চালার ভেতরে কয়েকজন টাকার বিনিময়ে জুয়া খেলছে। বিষয়টি ওসিকে জানানো হলে তার নির্দেশে পুলিশ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলেও সঙ্গীয় ফোর্সের সহায়তায় পাঁচজনকে আটক করা হয়।
গ্রেফতাররা হলেন—মোঃ জাহিদুল ইসলাম, মোঃ মোশারফ হোসেন, মোঃ আজিজার রহমান, মোঃ সাদিকুল ইসলাম ও মোঃ রশিদুল ইসলাম; সবাই একই গ্রামের বাসিন্দা।
অভিযান চলাকালে জুয়ার আসর থেকে ১৪০টি তাস এবং জুয়া খেলার নগদ ৩২ হাজার ৮২৪ টাকা উদ্ধার করা হয়। সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধারকৃত এসব আলামত জব্দ তালিকাভুক্ত করা হয়।
প্রাথমিকভাবে ঘটনাটি সত্য প্রমাণিত হওয়ায় রংপুর মেট্রোপলিটন পুলিশ আইন ২০১৮–এর ৯৩ ধারায় হারাগাছ থানার নন-এফআইআর প্রসিকিউশন নং ৪৮/২৫ অনুসারে মামলা দাখিল করে গ্রেফতার ব্যক্তিদের যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে।
হারাগাছ মেট্রোপলিটন থানার (ওসি) আজাদ রহমান বলেন -জুয়া ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছি, এ ধরনের অভিযান আমাদের ২৪ ঘন্টায় অব্যাহত থাকবে। এলাকায় সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


