সাগর মিয়া, রংপুরঃ
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি ও চিকিৎসাজনিত সংকটের প্রেক্ষাপটে তাঁর দ্রুত রোগমুক্তি কামনায় দেশবাসীর প্রতি দোয়া করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও রংপুর–২ (বদরগঞ্জ–তারাগঞ্জ) আসনের দলীয় মনোনীত প্রার্থী এটিএম আজহারুল ইসলাম।
সোমবার (১ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। বিবৃতিতে তিনি বলেন, “অপরিসীম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা–সার্বভৌমত্ব রক্ষা ও রাষ্ট্রগঠনে যে ভূমিকা রেখেছেন, তা জাতির ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায় হয়ে থাকবে। দীর্ঘদিনের স্বৈরাচারী শাসনব্যবস্থার বিরুদ্ধে তাঁর নেতৃত্ব ও গণতন্ত্র পুনরুদ্ধারে অবদান ইতিহাসের স্বর্ণপাতায় লিপিবদ্ধ।”
তিনি অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় দীর্ঘদিন বন্দি রেখে তাঁকে পর্যাপ্ত চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছে, যা তাঁর শারীরিক ঝুঁকি আরও বাড়িয়েছে। বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ না দেওয়ায় তাঁর অবস্থার অবনতি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি উল্লেখ করে এটিএম আজহারুল ইসলাম বলেন, “দেশ গণতান্ত্রিক উত্তরণের দিকে এগিয়ে যাচ্ছে। এই মুহূর্তে বেগম জিয়ার অভিজ্ঞতা জাতিকে দিকনির্দেশনা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জনগণ প্রত্যাশা করে।”
তিনি দলের নেতা-কর্মী ও সমর্থকদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বলেন, “জাতির নতুন পথচলায় বেগম জিয়ার সুস্থতা ও প্রত্যাবর্তনই গণতন্ত্র পুনর্গঠনের অন্যতম ভিত্তি হবে।” বিবৃতির শেষে তিনি বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দেশবাসীকে দোয়ার আহ্বান জানান।


