মহাদেবপুর উপজেলার সদর ইউনিয়নে বাংলাদেশ জামায়াত ইসলামীর উদ্যোগে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় মহাদেবপুর উপজেলার মহাদেবপুর সদর ইউনিয়নের খোসালপুর পুর্ব পাড়া জামে মসজিদের সামনে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াত ইসলামীর ন্যায় ও ইনসাফের প্রতিক দাঁড়িপাল্লা মার্কার পক্ষে উঠান বৈঠকের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সহকারি সেক্রেটারি ঢাকা মহানগর উত্তর এবং জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওঃ মোঃ মাহফুজুর রহমান।
মহাদেবপুর সদর ইউনিয়নের উঠান বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহাদেবপুর উপজেলার আমীর আব্দুল আজিজ। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মহাদেবপুর সদর ইউনিয়নের বিভিন্ন নেতৃবৃন্দ ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে এমপি প্রার্থী মোঃ মাহফুজুর রহমান বলেন, ভোট একটি আমানত, এই ভোট হয় আমার সাওয়াবের কারণ হবে অথবা গুনাহের কারণ হবে৷ কেননা আমার ভোটে যিনি নির্বাচিত হবেন সে যদি ভালো কাজ করে তাহলে সাওয়াব হবে আর যদি সেই নির্বাচিত ব্যাক্তি চাঁদাবাজি করে, ঘুষ নেই, জুলুম নির্যাতন করে তাহলে সেই গুনাহের ভাগ আমরা ভোটার হিসেবে অবশ্যই পাবো
তিনি আরো বলেন, আগামী দিনে জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে বিনা সুদে ঋণ দেওয়া হবে, দেশের যুবকদের দক্ষ করে তুলতে বিভিন্ন ট্রেইনিং প্রতিষ্ঠান তৈরী করা হবেএবং চিকিৎসার উন্নয়ন এবং চিকিৎসা ব্যাবস্থার উন্নতি সাধন করা হবে। কৃষক বান্ধন বীজ এবং সারের ব্যাবস্থা করা হবে।
উঠান বৈঠকর শেষে সভাপতির বক্তব্য প্রদান ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় ।


