সাগর মিয়া, রংপুরঃ
মহান বিজয় দিবস উপলক্ষে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে দেশের জন্য জীবন দেয়া সকল শহীদ ও মুক্তিযুদ্ধে সকল বীর শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে রংপুর মহানগর গণঅধিকার পরিষদ, জেলা যুব অধিকার পরিষদ ও মহানগর শ্রমিক অধিকার পরিষদের নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখা, গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রংপুরে মহান বিজয় দিবস পালিত হয়। ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয় বাংলাদেশের স্বাধীনতা। লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে বাঙালি জাতি পায় কাঙ্ক্ষিত বিজয়। বিজয়ের ৫৪ বছর অতিক্রম করে ৫৫ বছরে পদার্পণ করা এই দিনে মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করে একটি ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান জানানো হয়।
এ উপলক্ষে রংপুর মহানগর গণঅধিকার পরিষদের সদস্য সচিব ইয়াছিন আলী বলেন, “মহান বিজয় আমাদের শিখিয়েছে গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম। এই বিজয়ের চেতনাকে ধারণ করেই আমাদের একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও জনগণের কল্যাণে নিবেদিত বাংলাদেশ গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন,মুক্তিযুদ্ধের চেতনা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। শহীদদের আত্মত্যাগ তখনই সার্থক হবে, যখন দেশে ভোটাধিকার নিশ্চিত হবে এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হবে।
এ বিষয়ে রংপুর মহানগর গনঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহবায়ক আল এমরান সুজন বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরও যদি মানুষের ভোটাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও ন্যায়বিচার নিশ্চিত না হয়, তবে মুক্তিযুদ্ধের চেতনা প্রশ্নবিদ্ধ হয়। তাই বিজয় দিবসের এই দিনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে অন্যায়, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে দাঁড়াতে হবে।
এ বিষয়ে রংপুর জেলা যুব অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি কাদের আনসারী শিমুল বলেন, মহান মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়নের মাধ্যমেই শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব। গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠাই হোক বিজয় দিবসের অঙ্গীকার।
এদিন রংপুরে বিজয় দিবস উপলক্ষে প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, পেশাজীবী সংগঠন এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও নানা কর্মসূচি পালন করা হয়। শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, আনোয়ার চৌধুরি, সিনিয়র যুগ্ম সদস্য সচিব, গণঅধিকার পরিষদ, রংপুর মহানগর। কামরুজ্জামান, সভাপতি (ভারপ্রাপ্ত), যুব অধিকার পরিষদ, রংপুর জেলা শাখা। মইনুল ইসলাম, সভাপতি, শ্রমিক অধিকার পরিষদ, রংপুর মহানগর শাখা ও কেন্দ্রীয় কমিটির সদস্যরা।


