মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি, শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলীর মধ্য দিয়ে দিবসের সূচনা করা হয়।
এরপর সকাল ৯টায় উপজেলার কয়াপাড়া কামারকুড়ি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সঙ্গীত পরিবেশন ও পতাকা উত্তোলন করা হয়। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, মান্দা থানা পুলিশ, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্কাউটস, রোভার স্কাউটস, গালর্স গাইডসহ বিভিন্ন সামাজিক সংগঠন কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনে অংশ নেয়।
এদিন বেলা সাড়ে ১১টায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা বাদ যোহর শহিদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত, বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এর আগে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অন্যদিকে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, দোয়া, শোভাযাত্রা, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে মান্দা উপজেলা বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী মহান বিজয় দিবস পালন করেছে।


