আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। শুক্রবার (২৬ ডিসেম্বর) উপজেলার শাহাগোলা ইউনিয়নের মিরাপুর গ্রামের একটি খেলার মাঠে দিনব্যাপী ‘গ্রাম উৎসব’ ব্যানারে এই ব্যতিক্রমী আয়োজন করা হয়।
যান্ত্রিক জীবনের ব্যস্ততা ভুলে শেকড়ের টানে প্রাণের স্পন্দনে এই মিলনমেলায় মেতে ওঠেন আবালবৃদ্ধবনিতা। গ্রামের বিশিষ্ট ব্যক্তিত্ব মোঃ সামিউল ইসলাম টগর, মোঃ মাকসুদুর রহমান সাগর ও মোঃ মমিনুল ইসলামের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী এই উৎসবে বাংলার হারিয়ে যাওয়া সব ঐতিহ্যবাহী খেলার সমাহার ঘটে।
যার মধ্যে উল্লেখযোগ্য ছিল, বদন ও মোরগ যুদ্ধ, গোলাপটগর ও তিন পায়ে দৌড়, ছোটদের জন্য আকর্ষণীয় বস্তা দৌড়, মহিলাদের জন্য মিউজিক্যাল বালিশ খেলা, বড়দের জন্য চিরায়ত হাঁড়ি ভাঙা প্রতিযোগিতা। খেলাধুলা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
উৎসবের অন্যতম উদ্যোক্তা মোঃ সামিউল ইসলাম টগর বলেন, স্মার্টফোনের যুগে আমাদের নতুন প্রজন্ম দেশীয় সংস্কৃতি ও খেলাধুলা থেকে দূরে সরে যাচ্ছে। গ্রামীণ ঐতিহ্যের সাথে তাদের পরিচয় করিয়ে দিতে এবং সুস্থ বিনোদনের মাধ্যমে ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতেই আমাদের এই আয়োজন। আমরা চাই প্রতি বছর যেন এই আনন্দধারা অব্যাহত থাকে।
আয়োজকরা আরও জানান, বাঙালি সংস্কৃতির বিকাশ ও প্রসারের মাধ্যমে তরুণ সমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখাই এই উৎসবের মূল লক্ষ্য। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। স্থানীয় সুধীজন এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজনের আশা ব্যক্ত করেন।


