আন্তর্জাতিক ডেস্কঃ
কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসের সামনে শুক্রবার (২৬ ডিসেম্বর) আবারও বিক্ষোভ করেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি। বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে অনুষ্ঠিত এ বিক্ষোভ থেকে আগামী জানুয়ারিতে পাঁচ লাখ হিন্দু সন্ন্যাসী নিয়ে বাংলাদেশ দূতাবাস ঘেরাওয়ের হুমকি দেওয়া হয়।
বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর কথিত নির্যাতনের অভিযোগ তুলে বিজেপি এবং সাধু-সন্ন্যাসীদের একটি প্রতিনিধি দল উপ-দূতাবাসে স্মারকলিপি জমা দেয়।
বিক্ষোভটি শুরু হয় শিয়ালদহ স্টেশন চত্বর থেকে। গেরুয়া পোশাক পরিহিত সাধু-সন্তদের মিছিল উপ-দূতাবাসের দিকে অগ্রসর হলে বেহালা বাগান মোড়ে কলকাতা পুলিশ মিছিলটি আটকে দেয়। পরে শুভেন্দু অধিকারীসহ চার সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারের সঙ্গে প্রায় ৩০ মিনিট বৈঠক করেন।
বৈঠক শেষে শুভেন্দু অধিকারী বলেন, বিভিন্ন হিন্দু সংগঠন ও সাধু-সন্ন্যাসীদের সঙ্গে যৌথভাবে বাংলাদেশের সরকারের কাছে দাবি-দাওয়া তুলে ধরা হচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, “মমতা যতই প্রাচীর তুলুন, পুলিশ দিয়ে রাখুন—সরকার ব্যবস্থা না নিলে নতুন বছরের আগেই সব সরিয়ে দেব। গঙ্গাসাগর মেলায় পাঁচ লাখ সাধু যাবেন, স্নানের পর তাদের মিশনের সামনে নিয়ে আসব।”
তিনি দাবি করেন, এদিনের বিক্ষোভে এক হাজার সাধু এবং তিন হাজার নাগা সন্ন্যাসী ছিলেন। গঙ্গাসাগর স্নানের পর আরো বড় জমায়েত এনে দূতাবাস ঘেরাও করা হবে বলেও হুমকি দেন তিনি।
বিশ্লেষকদের মতে, এই ধরনের বিক্ষোভ ও বক্তব্য আগামী দিনে দুই দেশের সম্পর্কসহ পশ্চিমবঙ্গের রাজনীতিতে উত্তেজনা বাড়াতে পারে।


