ডেস্ক রিপোর্টঃ
নওগাঁয় পৃথক অভিযানে ৩০০ পিচ ট্যাপেন্টাডল ও ৪০ পিচ এম্পোল সহ ৪ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (০১ জানুযারী) নওগাঁ সদর ও ধামইরহাট উপজেলায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, নওগাঁ সদর উপজেলার চকদেবপাড়া মহল্লার সামসুল আলমের ছেলে জাহাঙ্গীর (৩৮) ও পোস্ট অফিস পাড়া মহল্লার এস এম রেজোয়ান নবীর ছেলে জুবায়ের (২৮), ধামইরহাট উপজেলার পূর্ব বড় শিবপুর গ্রামের রুবেল হোসেনের ছেলে হাফিজুল ইসলাম (২১) এবং জয়পুরহাট উপজেলার পাঁচবিবি থানার ইদোনি গ্রামের আ: মজিদের ছেলে মতিউর (৬০)।
পুলিশের পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশে জেলা গোয়েন্দা পুলিশ বৃহস্পতিবার সদর উপজেলা ও ধামইরহাট উপজেলায় অভিযান পরিচালনা করেন। রাত নয়টায় ধামইরহাট উপজেলার পূর্ব শিবপুর গ্রামে অভিযান পরিচালনা করে হাফিজুল ইসলাম ও মতিউর কাছ থেকে ৩০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ তাদেরকে গ্রেফতার করে।
অপরদিকে রাত ১০ টার সময় শহরের উকিল পাড়ায় অভিযান পরিচালনা করে জাহাঙ্গীর ও জুবায়ের এর কাছ থেকে ৪০ পিচ এম্পল ইনজেকশন সহ তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নওগাঁ সদর থানা ও ধামইরহাট থানায় মামলা দায়ের করা হয়েছে।


