বরেন্দ্রকন্ঠ ডেস্কঃ
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখার নবগঠিত জেলা কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় নওগাঁ শহরের পঞ্চ ভাই হোটেল এন্ড রেস্টুরেন্টের কনফারেন্স রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখার সভাপতি মুহাম্মাদ নাজমুল ইসলাম-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আমীর হামজা-এর সঞ্চালনায় শপথ গ্রহণ কার্যক্রম সম্পন্ন হয়। এ সময় জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শপথ গ্রহণ অনুষ্ঠানে ২০২৬ সেশনের জন্য নবগঠিত জেলা কমিটির মজলিসে আমেলার সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয় এবং সংগঠনের আদর্শ, লক্ষ্য ও কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
নবগঠিত জেলা কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ হলেন- সভাপতি: মুহাম্মাদ নাজমুল ইসলাম, সহ-সভাপতি: মুহাম্মাদ মাজেদুল ইসলাম, সাধারণ সম্পাদক: মুহাম্মাদ আমীর হামজা, সাংগঠনিক সম্পাদক: জুনাইদ আহমেদ জিহাদ, প্রশিক্ষণ সম্পাদক: মুহাম্মাদ আবু সাঈদ, দাওয়াহ সম্পাদক: মুহাম্মাদ শাকিল হাসান,
তথ্য, গবেষণা ও প্রচার সম্পাদক: মুহাম্মাদ তামিম হাসান, প্রকাশনা ও দফতর সম্পাদক: মুহাম্মাদ আব্দুর রহিম, অর্থ ও কল্যাণ সম্পাদক: মুহাম্মাদ সাইফুল্লাহ, বিশ্ববিদ্যালয় সম্পাদক: মুহাম্মাদ আপেল হাসান, কওমী মাদরাসা সম্পাদক: মুহাম্মাদ রবিউল ইসলাম, আলিয়া মাদরাসা সম্পাদক: মুহাম্মাদ রাহুল চৌধুরী, স্কুল ও কলেজ সম্পাদক: মাহমুদুর রহমান হাসান, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক: মুহাম্মাদ হানজালা, কার্যনির্বাহী সদস্য: এস.এম আব্দুর রহিম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখা আগামী দিনে ইসলামী আদর্শ প্রতিষ্ঠা, শিক্ষার্থীদের নৈতিক উন্নয়ন এবং সমাজ সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।


