মান্দা (নওগাঁ) সংবাদদাতাঃ
নওগাঁর মান্দা উপজেলার ৯নং তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে মরহুম আরাফাত রহমান কোকোর স্মৃতি স্মরণে এক প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।
টুর্নামেন্টে সভাপতিত্ব করেন তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউন নবী হুদা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি একেএম নাজমুল হক নাজু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আখেরুজ্জামান সেলিম।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোশাররফ হোসেন, আজাহার হোসেন ও ফজলে রাব্বি তুষার, ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান রনি, সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া জুয়েলসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
টুর্নামেন্টে বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল ও শ্রমিক দলের নেতাকর্মীদের অংশগ্রহণে মোট চারটি দল অংশ নেয়। ফাইনাল খেলায় ইউনিয়ন কৃষক দলকে পরাজিত করে তেঁতুলিয়া ইউনিয়ন যুবদল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। আয়োজকরা জানান, মরহুম আরাফাত রহমান কোকোর স্মৃতিকে স্মরণ করা এবং খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে ঐক্যবদ্ধ ও সুস্থ ধারায় পরিচালিত করতেই এবং ইউনিয়ন বিএনপি’র পরিবারের সদস্যদের মিলন মেলা হিসেবে এ ফুটবল টুর্নামেন্ট এর আয়োজন করা হয়।


