বরেন্দ্রকণ্ঠ নিউজ
বাংলাদেশের হয়ে একসময় গতি ও আগ্রাসনে মাঠ কাঁপানো পেসার কাজী অনিক ইসলামের দুর্দিনের অবসান হতে যাচ্ছে। ইনজুরি ও আর্থিক সংকটে জর্জরিত হয়ে যখন ২০১৮ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলা এই ক্রিকেটারের ক্যারিয়ার কার্যত থমকে গিয়েছিল, ঠিক তখনই তার পাশে দাঁড়িয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
দীর্ঘদিন ধরে ইনজুরির সঙ্গে লড়াই করতে করতে মাঠের বাইরে পড়ে থাকা কাজী অনিক ইসলামের মানবেতর জীবনের গল্প সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নজরে আসে তারেক রহমানের। এরপর তাঁর নির্দেশনায় অনিককে ঢাকার মিরপুরের পল্লবীতে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকের বাসায় ডাকা হয়।
সেখানে তারেক রহমানের পক্ষ থেকে কাজী অনিক ইসলামের হাতে প্রয়োজনীয় আর্থিক ও মানবিক সহায়তা তুলে দেন আমিনুল হক।
এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংশ্লিষ্ট দু-একজনের কাছে সহায়তা চেয়েও খালি হাতে ফিরতে হয়েছিল অনিককে। ফলে রাজনৈতিক দল হিসেবে বিএনপির পক্ষ থেকে এমন সহায়তায় আবেগাপ্লুত এই তরুণ পেসার।
সহায়তা পাওয়ার পর কৃতজ্ঞতা প্রকাশ করে কাজী অনিক ইসলাম বলেন, এই সহযোগিতা তার জীবনে নতুন আশার সঞ্চার করেছে। ইনজুরি কাটিয়ে আবারও মাঠে ফিরে জাতীয় দলের জার্সিতে খেলার স্বপ্ন দেখছেন তিনি।
একসময় সম্ভাবনাময় এই পেসারের পাশে দাঁড়ানোকে মানবিক দায়িত্ব হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। ক্রিকেটপ্রেমীদের আশা—এই সহায়তা কাজে লাগিয়ে আবারও বল হাতে নিজের হারানো ছন্দ ফিরে পাবেন কাজী অনিক ইসলাম।


