সাগর মিয়া, রংপুরঃ
রংপুরের কাউনিয়া রেলওয়ে স্টেশনে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা গামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
গত শুক্রবার ৮টা ২০ মিনিটে কাউনিয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ট্রেনটির লাগেজ বগিতে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় লাগেজ বগিতে থাকা তিনটি প্লাস্টিকের চেয়ারের বান্ডিলের ভেতর অত্যন্ত কৌশলে লুকিয়ে রাখা ১৩ কেজি গাঁজা এবং মোট ২২০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেয়ার ডিল উদ্ধার করা হয়।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধারকৃত ফেয়ার ডিলের মধ্যে ১২৪ বোতল ‘Fairdyl’ এবং ৯৬ বোতল ‘Eskuf’ রয়েছে, যা বাংলাদেশে নিষিদ্ধ। তবে অভিযানকালে মাদক পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ বিষয়ে কাউনিয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ মিজানুর রহমান বলেন,
“গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে ঢাকা গামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের লাগেজ বগিতে অভিযান চালিয়ে এসব নিষিদ্ধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।”
তিনি আরও জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্ত ঘটনায় লালমনিরহাট রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলাটি মামলা নম্বর–৪ হিসেবে রুজু করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনানুগ কার্যক্রম অব্যাহত রয়েছে।


