সাগর মিয়া, রংপুরঃ
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, তথ্য ও সম্প্রচার এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে দেশব্যাপী কাঙ্ক্ষিত সংস্কার ও পরিবর্তনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। দীর্ঘদিনের জমে থাকা রাজনৈতিক, প্রশাসনিক ও সামাজিক সংকট নিরসনে গণভোট একটি ঐতিহাসিক সুযোগ হিসেবে সামনে এসেছে।
রোববার (১৮ জানুয়ারি) জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আয়োজিত ‘গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “দীর্ঘ সময় ধরে মানুষ যে পরিবর্তনের আকাঙ্ক্ষা লালন করে এসেছে, গণভোট সেই পরিবর্তনের বাস্তব রূপ দেওয়ার একটি গণতান্ত্রিক মাধ্যম। ভোটের মাধ্যমে জনগণের মতামতই হবে ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার দিকনির্দেশনা।” তিনি আরও বলেন, “জাতীয় নির্বাচন ও গণভোটের জন্য নির্বাচন কমিশন ও প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত। ভোটারদের মধ্যেও দীর্ঘদিন পর ভোটাধিকার প্রয়োগের ব্যাপারে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে।
একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণও নিশ্চিত হয়েছে।” উপদেষ্টা বলেন, “সংস্কার, বিচার ও নির্বাচন—এই তিনটি বড় এজেন্ডা সামনে রেখে বর্তমান সরকার কাজ করছে। গণভোটের মাধ্যমে জনগণের সম্মতি পেলে সংস্কারের প্রক্রিয়া আরও শক্তিশালী হবে এবং পরিবর্তনের পথ সুগম হবে।” সভায় তিনি ভোটারদের উদ্দেশে বলেন, “গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দিয়ে সবাইকে পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ হতে হবে। এটাই হবে গণতন্ত্রকে শক্তিশালী করার প্রথম ধাপ।”
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম, রংপুর রেঞ্জের ডিআইজি মো. আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মজিদ আলী এবং রংপুর বিভাগীয় তথ্য অফিসের পরিচালক ড. মো. মোস্তাফিজুর রহমান। সভায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য, সাংবাদিক ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


